দক্ষিণ আফ্রিকায় চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচটিতে বাংলাদেশের ব্যাটার শোভনা মোস্তারির সাথে ‘আক্রমণাত্মক; আচরণ করায় লঙ্কান উইকেটরক্ষক আনুশকা সঞ্জীওয়ানিকে জরিমানা করেছে আইসিসি। একই সাথে তার নামের পাশে শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বলা হয়, বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের সময় আনুশকা সঞ্জীওয়ানি আইসিসি আচরণবিধির লেভেল ১ লঙ্ঘন করেছেন। যার ফলে শ্রীলঙ্কার এই নারী উইকেটরক্ষককে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ঘটনাটি ঘটে বাংলাদেশ ব্যাট করার সময় ইনিংসের ১০তম ওভারে, শোভনা মোস্তারিকে আউট করে সঞ্জীওয়ানি মুষ্টিবদ্ধ হয়ে ব্যাটারের দিকে আক্রমণাত্মকভাবে দৌড়ে যান। ক্রিকেটারদের এমন উদযাপন আইসিসি আচরণবিধির লেভেল ১ লঙ্ঘন।
ম্যাচ শেষে সঞ্জীওয়ানির বিরুদ্ধে মাঠ আম্পায়ার আনা হ্যারিস এবং স্যু রেডফার্ন, তৃতীয় আম্পায়ার জ্যাকুলিন উইলিয়ামস এবং চতুর্থ আম্পায়ার কিম কটন অভিযোগ করেন। সঞ্জীওয়ানি নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আর কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
গত রোববার (১২ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ম্যাচটিতে ৭ উইকেটে হারের স্বাদ পায় বাংলাদেশ নারী দল।
স্পোর্টসমেইল২৪/আরএস