মেয়েদের আইপিএলে দল পেলেন না জাহানারা-সালমারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
মেয়েদের আইপিএলে দল পেলেন না জাহানারা-সালমারা

মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (ডাব্লিউপিএল) নিলামে প্রথম ডাকে জায়গা হল না বাংলাদেশের কারো। জাহানারা আলম, সালমা খাতুন-স্বর্ণা আক্তারদের কেউই দলে নেয়নি। তবে ৩.৪ কোটি রুপিতে বিক্রি হয়েছে ভারতের স্মৃতি মান্ধানা।

তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। অ্যাশলে গার্ডনার ৩.২ কোটি রুপিতে গেছেন গুজরাট জায়েন্টসে।

জাহানারা আলমের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ। কিন্তু কোনা ফ্র্যাঞ্জাইজি তাকে নিতে আগ্রহ দেখায়নি। সালমা খাতুনেরও ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ।

বাংলাদেশের ১৬ বছর বয়সী অলরাউন্ডার স্বর্ণা আক্তারের ভিত্তিমূল্য ছিল মাত্র ১০ লাখ রুপি। তবে সম্ভাবনাময় এই ক্রিকেটারকেও কোনো ফ্র্যাঞ্জাইজি নেয়নি।

সোমবার মুম্বাইয়ে মেয়েদের প্রথম ডাব্লিউপিএলের নিলাম অনুষ্ঠিত হয়। এরআগে পরীক্ষামূলকভাবে মেয়েদের যে আইপিএল হয়েছে সেখানে জাহানারা-সালমারা নিয়মিত খেলেছেন।

ভালো পারফর্মও করেছেন তারা। কিন্তু নিলামের সময় তাদের কেউ দলে নিল না।

অনূর্ধ্ব-১৯ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ভারতকে শিরোপা এনে দেওয়া অধিনায়ক শেফালি ভার্মাও মোটা অংকে দল পেয়েছেন। তাকে দুই কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই টুর্নামেন্টে এবার পাঁচটি দল নিয়ে শুরু হচ্ছে।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

মারুফার বোলিংয়ে আশা জাগিয়েও হারলো বাংলাদেশের মেয়েরা

মারুফার বোলিংয়ে আশা জাগিয়েও হারলো বাংলাদেশের মেয়েরা

দুই হারে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা

দুই হারে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপে বাংলাদেশ মেয়েদের হ্যাটট্রিক জয়

বিশ্বকাপে বাংলাদেশ মেয়েদের হ্যাটট্রিক জয়

বিপিএলের ফাইনালে গাইবেন জেমস

বিপিএলের ফাইনালে গাইবেন জেমস