মাঠ খেলার উপযুক্ত না থাকায় স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মাঝে সিরিজের তৃতীয় টেস্ট আয়োজন করতে পারছে না ধর্মশালা। ফলে বাধ্য হয়ে ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টটি ধর্মশালার পরিবর্তে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। বলা হয়, ‘তীব্র শীতের কারণে স্টেডিয়ামের আউটফিল্ডে পর্যাপ্ত ঘাস হয়নি। পুরোপুরি ঠিক হতে আরও সময় লাগবে।’
ইন্দোরের ওই ভেন্যুতে মাত্র দু’টি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছিল ভারত। নিউজিল্যান্ডকে ৩২১ রানে ও বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে হারায় টিম ইন্ডিয়া।
সর্বশেষ জানুয়ারিতে ভেন্যুটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে ম্যাচটি ৯০ রানে জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ভারত।
নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ১৩২ রানে জিতেছে ভারত। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রোহিত-কোহলিরা। ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর ইন্দোরে তৃতীয় এবং আহমেদাবাদে ৯ মার্চ থেকে শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট।
স্পোর্টসমেইল২৪/আরএস