মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের সফরকে সামনে রেখে তিন ফরম্যাটের আলাদা আলাদা দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। টাইগারদের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দেবেন তারকা ব্যাটার অ্যান্ড্র বালবার্নি।
দীর্ঘ এক মাসের সফরে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে দলটি। এছাড়া সমান তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে।
১১ মার্চ বাংলাদেশের উদ্দেশ্যে বিমান ধরবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ঢাকায় পৌঁছে বিশ্রাম শেষে ১৫ তারিখ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ইউরোপের প্রতিনিধিরা। এরপর ১৮ মার্চ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ।
ওয়ানডে সিরিজ শেষে টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটের লড়াই করবে আয়ারল্যান্ড। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ এবং ৩১ মার্চ। এরপর একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ এপ্রিল।
আয়ারল্যান্ডের ওয়ানডে দল
অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রেস, জশুয়া লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকার্থি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।
টি-টোয়েন্টি দল
অ্যান্ড্রু বালবির্নি, মার্ক আডায়ের, রস আডায়ের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর অলফের্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।
টেস্ট দল
অ্যান্ড্রু বালবির্নি, মার্ক আডায়ের, মারে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকার্থি, জেমন্স ম্যাককালাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।
স্পোর্টসমেইল২৪/আরএস