হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটরসের হয়ে খেলা জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। এবার বিপিএল থেকেই ছিটকে যাওয়ার খবর এলো। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে নিজেদের শেষ ম্যাচেও তাসকিনকে পাচ্ছে না ঢাকার দল।
বিপিএলে সর্বশেষ ৩০ জানুয়ারি মাঠে নেমেছিলেন তাসকিন। এরপর ঢাকা আরও দুটি ম্যাচ খেললেও তাকে আর মাঠে দেখা যায়নি। মঙ্গলবার (৭ জানুয়ারি) নিজেদের শেষ ম্যাচেও খেলতে পারবেন না তিনি। এছাড়া দলটিও ইতিমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিঠকে গেছে।
ইনজুরি থেকে মাঠে ফিরতে তাসকিনের প্রায় দুই সপ্তাহের সময় লাগবে। ফলে ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজে তাসকিনকে নিয়ে কোন প্রকার ঝুঁকি নিতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের আগে পুরোপুরি ফিট চান তিনি। বলেন, “তার (তাসকিন) চোট বেশি বড় নয়। আশা করি, ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে সে পুরোপুরি ফিট হয়ে যাবে।”
২৭ বছর বয়সী ডানহাতি পেসার তাসকিন আহমেদের জন্য চলমান বিপিএলটি একটি হতাশাজনক মৌসুম ছিল। ৯ ম্যাচে বল করে উইকেট শিকারের তালিকায় যোগ করতে পেয়েছেন মাত্র ১০টি। তবে এই টাইগার পেসারের পিছু ছাড়েনি ইনজুরি।
স্পোর্টসমেইল২৪/আরএস