মোস্তাফিজের বাইরে যাওয়া ঠিক হবে না : পাপন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২১ জুলাই ২০১৮
মোস্তাফিজের বাইরে যাওয়া ঠিক হবে না : পাপন

বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আগামী দুই বছর বিদেশের কোন ফ্রেঞ্চাইজি লিগ খেলা থেকে বিরত দেখতে চান বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। একই সঙ্গে তার ওপর বিরক্তিও প্রকাশ করেছেন তিনি।

সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের টেস্ট খেলার অনাগ্রহের কথা নিয়ে আলাপের মধ্যে ওঠে আসে মোস্তাফিজের চোট প্রসঙ্গ। এ সবম তিনি এ কথা বলেন।

এবার আইপিএল খেলতে গিয়ে চোট লাগায় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলতে পারেননি মোস্তাফিজ। বিসিবি প্রধান, ‘মোস্তাফিজ অসাধারণ সাফল্য নিয়ে এসেছিল। কিন্তু এখন মোস্তাফিজ বারবার চোটে পড়ছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, ও (মোস্তাফিজ) বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে ইনজুরড হচ্ছে আর দেশকে সার্ভিস দিতে পারছে না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।’

পাপন বলেন, ‘আমাদের বোর্ডে থাকবে, বোর্ডই তাকে সেবা-শুশ্রূষা করবে, ভালো করবে। তারপর আবার ওদের জন্য ওখানে খেলতে গিয়ে ইনজুরড হয়ে এসে আবার জাতীয় দলে খেলবে না, আবার তাকে আমরা ঠিক করব, এটা হয় না। আমি ইতোমধ্যেই ওকে বলে দিয়েছি আগামী দুই বছর বাইরে (শুধু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট) না যাওয়ার জন্য।’



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব টেস্ট খেলতে চান না : পাপন

সাকিব টেস্ট খেলতে চান না : পাপন

আলাদা দল গঠনের অবস্থা বাংলাদেশের হয়নি : আকরাম

আলাদা দল গঠনের অবস্থা বাংলাদেশের হয়নি : আকরাম

জিম্বাবুয়েকে গুড়িয়ে পাকিস্তানের সিরিজ নিশ্চিত

জিম্বাবুয়েকে গুড়িয়ে পাকিস্তানের সিরিজ নিশ্চিত

জিম্বাবুয়েকে ২৪৪ রানে হারালো পাকিস্তান

জিম্বাবুয়েকে ২৪৪ রানে হারালো পাকিস্তান