তাসকিন-মোস্তফিজদের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে রেখে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের সাথে চুক্তি মেয়াদ বাড়িয়েছে বিসিবি। এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডোনাল্ড প্রাথমিকভাবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিযুক্ত ছিলেন। এরপর ভারতের বিপক্ষে হোম সিরিজ পর্যন্ত তার সাথে চুক্তির মেয়াদ বাড়ায় বিসিবি। এবার নতুন করে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে রেখে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবি সূত্রে জানা গেছে, ডোনাল্ডের পাশাপাশি অন্যান্য বিদেশি কর্মকর্তারা ২২ ফেব্রুয়ারির মধ্যে বিসিবিতে যোগ দেবেন। ভারত সিরিজের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ায় জাতীয় দলের কোচিং স্টাফরা ছুটিতে রয়েছেন।
এদিকে, রাসেল ডোমিঙ্গো চলে যাওয়ার পর টাইগারদের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। টাইগারদের সাবেক এই কোচকে দ্বিতীয় মেয়াদে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে বোর্ড।
জানা গেছে, নবনিযুক্ত প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় দল ক্যাম্প শুরু করবে। তার আগেই ঢাকায় এসে নতুন চাকরিতে যোগ দেবেন হাথুরু। ফলে ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের আগেই দলের সাথে যোগ দেবেন হাথুরু।
স্পোর্টসমেইল২৪/আরএস