পিএসএলের কারণে বাংলাদেশ সফরে ‘চিন্তায়’ ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএলের কারণে বাংলাদেশ সফরে ‘চিন্তায়’ ইংল্যান্ড

বাংলাদেশ সফরে সীমিত ওভার সিরিজের দল নির্বাচন নিয়ে চিন্তায় পড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিষয়টি শুনতে অবাক হওয়ার মতো হলেও এটাই সত্যি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লোভনীয় পারিশ্রমিকের কারণে বাংলাদেশ সফরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার।

পিএসএল ছাড়াও দলের কিছু ইনজুরি সমস্যার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে অনেক নতুন মুখ দেওখা যেতে পারে ইংল্যান্ড দলে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে এমনটাই ধারণা করা হয়েছে।

বলা হয়, সীমিত ওভারের কোচ ম্যাথু পট ও অধিনায়ক জশ বাটলারের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে তরুণ প্রতিভাবান ও নতুন মুখ নিয়েই দল গঠন করবে ইংল্যান্ড।

সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। সিরিজটি ২০২১ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হওয়ার কথা ছিল। দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে সিরিজটি স্থগিত করা হয়।

‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন ওপেনার অ্যালেক্স হেলস। লোভনীয় পারিশ্রমিকের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে না খেলে পিএসএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আসন্ন পিএসএল-এ ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হেলস। 

হেলসের মতো পিএসএলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন গত কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটে নিয়মিত স্যাম বিলিংস, লিয়াম ডসন ও জেমস ভিন্সও। ১৩ ফেব্রুয়ারি ১৯ মার্চ পর্যন্ত চলবে পিএসএলের অষ্টম আসর। যেখানে ১ মার্চ বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে ইংল্যান্ড দল। তার আগে ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে ইংল্যান্ড।

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সফরকারী ইংল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শেষ হবে ওয়েলিংটনে ২৮ ফেব্রুয়ারি। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেওয়া ক্রিকেটারদেরকে বাংলাদেশ সফরে পাবে না ইংলিশরা।

এছাড়া হ্যারি ব্রুক, বেন ডাকেট, অলি স্টোন (বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে ব্যস্ত) এবং জো রুটকেও পাওয়া যাবে না। এখনও ওয়ানডেতে অভিষেক না হওয়া উইল জ্যাকসকে ওপেনিং বিকল্প হিসেবে দেখা হচ্ছে। টেস্ট দলের অংশ হিসেবে আছেন তিনিও।

চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের দলেও নেই জ্যাকস। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসর এসএ২০ ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হয়েছে তাকে।

নিউজিল্যান্ড সফরের পর পিএসএলে খেলবেন জ্যাকস। বদলি খেলোয়াড় হিসেবে তাকে দলে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ইনজুরির কারণে মাঠের বাইরে অছেন জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোন।

এছাড়া শ্রীলঙ্কা সফরে থাকা ইংল্যান্ড লায়ন্স থেকে সম্ভবত কয়েকজনকে মূল দলে নেওয়া হতে পারে। বাংলাদেশ সফরে ফিরতে পারেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সফরের পর বর্তমানে বিশ্রাম থাকা পেসার মার্ক উড।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা

সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো ভারত

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো ভারত

২০১৯ ফিরিয়ে আনতে চান আর্চার

২০১৯ ফিরিয়ে আনতে চান আর্চার

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা আসছে ইংল্যান্ড

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা আসছে ইংল্যান্ড