আইসিসি অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। যেখানে প্রতিপক্ষ ইংল্যান্ড। পচেফস্ট্রুমে প্রথম সেমিতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ভারত এবং দ্বিতীয় সেমিতে নাটকীয়ভাবে অস্ট্রেলিয়াকে ৩ রানে হারিয়ে ইংল্যান্ড ফাইনাল নিশ্চিত করেছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) টস হেরে প্রথমে ব্যট করে জর্জিয়ার ৩৫, ইসাবেলার ২৬ রানে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৭ রান করে নিউজিল্যান্ড। পারসাভি ৩ উইকেট নেন।
জবাবে ভারত শিউতার অপরাজিত ৬১ রানে ভর করে ৩৪ বল বাকি থাকতেই ২ উইকেটে ১১০ রান করে ফাইনালে ওঠে। দুটি উইকেট নেন আন্না।
আসরের অপর সেমিতে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করে গ্রেসের ২০, অ্যালেক্সের ২৫ ও জসির ১৫ রানে নির্ধারিত ওভারে ৯৯ রানে অলআউট হয়। ম্যাগি, ইলা, সিয়ান্না ৩টি করে উইকেট নেন।
জবাবে ক্লেয়ারের ২০, ইলার ১৬ ও অ্যামির ২৬ রানে ১৮.৩ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে ৩ রানের জয়ে ফাইনালে ভারতে সঙ্গী হয় ইংলিশরা। হানাথ ৩টি, গ্রেস ২টি উইকেট নেন।
রোববার (২৯ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শিরোপার জন্য মুখোমুখি হবে ভারত ও ইল্যান্ড।
এর আগে গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হওয়ার পর সংযুক্ত আমিরাতকে হারিয়েও বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল।
স্পোর্টসমেইল২৪/আরএস