বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হয়েছিল ঢাকায়। এরপর চট্টগ্রাম ঘুরে আবার ঢাকায় দু'দিন খেলা অনুষ্ঠিত হয়েছে। এবার দলগুলো সব সিলেটে। শুক্রবার থেকে বিপিএলের সিলেট পর্ব শুরু হবে। তবে সিলেটে খেলা দেখতে হলে দর্শকদের সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকা গুনতে হবে।
সিলেটেও দুইটি কাউন্টারে বিক্রি করা হবে এবারের বিপিএলের টিকিট। বৃহস্পতিবার থেকে সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট কিনতে পারবেন দর্শকরা। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন লাক্কাতুরায় পাওয়া যাবে টিকিট। এছাড়া সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন রিকাবিবাজার কাউন্টার থেকে দর্শকরা টিকিট কিনতে পারবে।
সিলেট পর্বে বিপিএলের সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা। এছাড়া ক্লাব হাউজে ৫০০, পূর্ব গ্যালারিতে বসে খো দেখতে হলে ৩০০ টাকা গুনতে হবে। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা।
সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুক্রবার শুরু হবে সিলেট পর্বের খেলা। ফরচুন বরিশালকে হারিয়ে শীর্ষে থেকেই সিলেটে গেছে স্ট্রাইকার্স। তাদের পয়েন্ট ১২, ফরচুন বরিশাল দুটি ম্যাচই হেরেছে এই সিলেটের কাছে।
১০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। চারদিনে মোট ৮টি ম্যাচ হবে সিলেট পর্বে। ৩ ফেব্রুয়ারী আবার ঢাকায় ফিরবে বিপিএল।
স্পোর্টসমেইল২৪/জেএম