নিগার সুলতানার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২১ জানুয়ারি ২০২৩
নিগার সুলতানার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ঘোষিত দলে আরও চারজনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এ দল দেয় বিসিবি।

বিসিবি জানায়, বিশ্বকাপের আগে ঘোষিত দলটি অনুশীলন ক্যাম্প এবং আয়ারল্যান্ড জাতীয় নারী দলের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচ খেলবে। এ জন্য জন্য চলতি জানুয়ারির ২৩ তারিখ কেপটাউনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন নিগার সুলতানা জ্যোতিরা।

১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরে ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামেব বাংলাদেশের মেয়েরা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

বিশ্বকাপে মাঠে নামার আগে ৬ ফেব্রুয়ারি কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে এবং ৮ ফেব্রুয়ারি স্টেলেনবোশে ভারতীয় নারী দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, শোভনা মোস্তারি।

মূল দলের সাথে স্ট্যান্ড বাই হিসেবে আরও চারজনকে রাখা হয়েছে। তারা হলেন- রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি এবং শারমিন আক্তার সুপ্তা।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা

জ্যোতিদের প্রধান কোচ তিলকরত্নে

জ্যোতিদের প্রধান কোচ তিলকরত্নে

অভিষিক্ত তৃষ্ণার হ্যাটট্রিকে কুপোকাত মালয়েশিয়া

অভিষিক্ত তৃষ্ণার হ্যাটট্রিকে কুপোকাত মালয়েশিয়া

আইসিসির মাস সেরা তালিকায় নিগার সুলতানা জ্যোতি

আইসিসির মাস সেরা তালিকায় নিগার সুলতানা জ্যোতি