বছরের প্রথম মাসেই নতুন মেয়াদে কেন্দ্রীয় চুক্তির তালিকা জানিয়ে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোট ২১ সদস্য বিশিষ্ট প্রকাশিত তালিকায় তিন ফরম্যাটে জায়গা পেয়েছেন মাত্র চারজন। চুক্তিতে সমাস সংখ্যক সদস্য থাকলেও গত মেয়াদ থেকে বাদ পড়েছেন চারজন। এছাড়া অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে।
শনিবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৩, পুরো বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা জানায় বিসিবি।
চুক্তিতে ব্যাটে-বলে সব সংস্করণেই নিজেকে মেলে ধরতে পারার পুরষ্কার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিন ফরম্যাটে মাত্র চারজন ক্রিকেটারের মধ্যে মিরাজ একজন। বাকি তিনজন হলেন- লিটন কুমার দাস, সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ।
গতবারের চুক্তি থেকে বাদ পড়েছেন চারজন। ফলে নতুন করে আবার যুক্ত হয়েছেন চারজন। নতুনদের মধ্যে জাকির হাসান ও সৈয়দ খালেদ আহমেদ রয়েছেন শুধু টেস্টে ফরম্যাটে। আর মোসাদ্দেক হোসেন এবং হাসান মাহমুদ রয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে।
বাদ পড়েদের মধ্যে রয়েছেন- টেস্ট ফরম্যাটে থাকা ইয়াসির আলি চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম এবং টি-টোয়েন্টিতে থাকা মোহাম্মদ নাঈম শেখ।
গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এ ফরম্যাটের চুক্তিতে নেই মুশফিকুর রহিম। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে তাকে রাখা হয়েছে। তবে টি-টোয়েন্টি থেকে অবসর না নিলেও সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়নি। টেস্ট থেকে অবসর নেওয়া রিয়াদকে রাখা হয়েছে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে।
এছাড়া গত বছর টেস্ট থেকে নেতৃত্ব ছাড়া মমিনুল হককে চুক্তিতে রাখা হয়েছে। মমিনুলের সঙ্গে শুধুমাত্র টেস্ট ফরম্যাটে আছেন আরও চারজন। তারা হলেন- ইবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং জাকির হাসান। জাকির প্রথমবারের মতো চুক্তিতে যুক্ত হয়েছেন।
এছাড়া মোস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব আগেরবারের মতোই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ফরম্যাটে রয়েছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস