চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সফররত দলটির বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও একটি টেস্ট খেলবে দুই দল। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট দলের মিশন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবির মহিলা উইং চেয়ারম্যান নাদেল চৌধুরী খেলাধুলা ভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়ানডে সিরিজ শেষে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।
নাদেল চৌধুরী সম্ভাব্য সূচিও জানিয়ে দিয়েছেন। তার দেওয়া তথ্যামতে, ১৮ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে ২০ এবং ২৩ মার্চ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬, ২৮ এবং ৩০ মার্চ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ থেকে ৮ মার্চ একমাত্র টেস্টটি হওয়ার কথা রয়েছে।
সিলেটে ওয়ানডে সিরিজ নিয়ে নাদেল বলেন, “সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের সফর শুরু হবে এটা নিশ্চিত। এ জন্য আমরা পুরোপুরি প্রস্তুতও।”
আন্তর্জাতিক অঙ্গনে আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ ১০টি ওয়ানডে এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তবে এখন পর্যন্ত আইরিশদের বিপক্ষে কোনো টেস্ট খেলেনি টাইগাররা। সব কিছু ঠিক থাকলে সূচি অনুযায়ী এবারই প্রথমবারের মতো আইরিশদের বিপক্ষে টেস্ট খেলবে টাইগাররা।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ৭টি ওয়ানডেতে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের রেকর্ড রয়েছে।
সম্ভাব্য সূচি
১৮ মার্চ : প্রথম ওয়ানডে, সিলেট
২০ মার্চ : দ্বিতীয় ওয়ানডে, সিলেট
২৩ মার্চ : তৃতীয় ওয়ানডে, সিলেট।
২৬ মার্চ : প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
২৮ মার্চ : দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
৩০ মার্চ : তৃতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম।
৪-৮ এপ্রিল, একমাত্র টেস্ট, মিরপুর।
স্পোর্টসমেইল২৪/আরএস