এইচপি ও বাংলাদেশ টাইগারস নিয়ে কাজ করবেন ডেভিড মুর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩
এইচপি ও বাংলাদেশ টাইগারস নিয়ে কাজ করবেন ডেভিড মুর

রাসেল ডোমিঙ্গো চলে যাওয়ার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন প্রধান কোচ শূন্য। তবে বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তা ব্যক্তিরা। খুব দ্রুতই টাইগারদের প্রধান শিক্ষক চূড়ান্ত করবেন। এর আগে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য এবার ‘হেড অব প্রোগ্রাম’ নিয়োগ দিলো বিসিবি।

অস্ট্রেলিয়ার ডেভিড মুর-কে ‘হেড অব প্রোগ্রাম’ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। বুধবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে।

বিসিবি জানায়, ৫৮ বছর বয়সী মুর বিসিবির সাথে দুই বছরের মেয়াদে চুক্তি করতে সম্মত হয়েছেন, যা ফেব্রুয়ারি ২০২৩ শুরু থেকে শুরু। মুর মূলত এইচপি, বাংলাদেশ টাইগারস প্রোগ্রামগুলো নিয়ে পরিকল্পনা, কৌশল প্রণয়ন এবং বাস্তবায়নে কাজ করবেন। যা সরাসরি জাতীয় দলের জন্য উপকৃত হবে। এছাড়া তিনি কোচদের উন্নয়ন কর্মসূচিও তদারকি করবেন।

আন্তর্জাতিক এবং অস্ট্রেলিয়া উভয় ক্ষেত্রেই কোচিং, খেলোয়াড় ও কোচ উন্নয়নে ডেভিড মুরের কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি ক্রিকেট এনএসডব্লিউ-এর জেনারেল ম্যানেজার ক্রিকেট পারফরম্যান্স এবং কোচ ডেভেলপমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সিলেন্সের সিনিয়র কোচ ছিলেন।

ডেভিড মুর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন এবং ২০০৭ সালে ইংল্যান্ড সফরের জন্য দলের প্রধান কোচও ছিলেন। এছাড়া বারমুডা জাতীয় দলেরও কোচ ছিলেন মুর। মুরের এসব অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজে লাগবে বলে মনে করছে বিসিবি।

বাংলাদেশের সাথে কাজ করার সুযোগ পেয়ে মুর নিজেও রোমাঞ্চিত। তিনি বলেছেন, “বিসিবিতে ‘প্রধান প্রোগ্রাম’ হিসাবে আমার ভূমিকা শুরু করতে পেরে খুব উত্তেজিত। আমি প্রধান কোচ-তার কোচিং এবং সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়দের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।”

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

এইচপি'র খণ্ডকালীন কোচের দায়িত্বে আব্দুর রাজ্জাক

এইচপি'র খণ্ডকালীন কোচের দায়িত্বে আব্দুর রাজ্জাক

আরও ভালো কিছু চিন্তা করছে বাংলাদেশ মেয়েরা

আরও ভালো কিছু চিন্তা করছে বাংলাদেশ মেয়েরা

সাকিব-বিজয়-সোহানকে শাস্তি দিলো বিসিবি

সাকিব-বিজয়-সোহানকে শাস্তি দিলো বিসিবি

প্রশ্নবিদ্ধ আউটের ‘প্রশ্নবিদ্ধ’ ব্যাখ্যা দিল বিসিবি

প্রশ্নবিদ্ধ আউটের ‘প্রশ্নবিদ্ধ’ ব্যাখ্যা দিল বিসিবি