বাবা কিংবদ্বন্তি পেসার। এক সময় তার বোলিং তোপে কেঁপেছে ব্যাটাররা। অথচ পাকিস্তানের সেই বাঁ-হাতি পেসার ওয়াসিম আকরামের ছেলে বেঁছে নিয়েছেন মিক্সড মার্শাল আর্টস (এমএমএ)। ছেলে তৈয়মুর আকরাম সম্প্রতি এমএমএ খেলার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে শরীরচর্চা করতে দেখা গেছে তাকে। একটি লড়াইয়ে অংশও নিয়েছেন। সে কথা স্বীকার করেছেন আকরাম।
তৈয়মুর এখন আমেরিকায় এমএমএ প্রশিক্ষণ নিচ্ছেন। ছেলের খেলা নিয়ে আকরাম এক ওয়েবসাইটকে বলেন, “আমার ছেলে অনেক দিন ধরেই আমেরিকায় রয়েছে। সেখানে খুব বেশি ক্রিকেট খেলা হয় না। তবে আমি ছেলেকে বলে দিয়েছি, তার যেটা ইচ্ছা সেটাই করতে পারে। যদি পেশাদার এমএমএ-তে যেতে চায়, সেটা করতেই পারে। আমি বাধা দিব না। "
এদিকে সাক্ষাৎকার দিতে গেলেই ম্যাচ ফিক্সিংয়ের একটি প্রশ্নের মুখোমুখি হতে হয় আকরামকে। নতুন করে আবারও সেই প্রশ্নের সামনে পড়তে হয়েছিল তাকে।
কৌশলি উত্তরে তিনি বলেন, ‘‘বিষয়টা আমি ভুলে যেতে চাই। ২৫ বছর ধরে ডায়াবিটিসে ভুগছি আমি। আর চাপ নিতে ভালো লাগে না। আমার ছেলে-মেয়েরা বড় হয়েছে। তাদের জন্যই বিষয়টা নিয়ে বলছি। আমার দ্বিতীয় স্ত্রী শানিয়েরাও জানতে চায় আসলে ঘটনা কী। তারা আমার কাছে কিছু না কিছু শুনেছে। "
এদিকে পাকিস্তানীদের দিকে আঙুল তুলে আকরাম বলেছিলেন, ‘‘আমাকে অনেকেই সেরা বাঁ-হাতি পেসার মনে করেন। খেলোয়াড় জীবনে বেশ কিছু ভালো ম্যাচ খেলেছি। পাকিস্তানে আমাকে নিয়ে কিছু গুজব রয়েছে। অনেকে বলেন, আমি ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত। এটা আমাকে খুবই কষ্ট দেয়। "
স্পোর্টসমেইল২৪/জেএম