চলতি বছর শেষ দিকে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। সেই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামছে ভারত। আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সিরিজে জয়ের মাধ্যমে মেগা ইভেন্টের প্রস্তুতি শুরু করতে চায় স্বাগতিক দল।
এছাড়া কিছু দিন আগে বাংলাদেশ সফরে সর্বশেষ সিরিজ হারের দুঃখ ভুলতে বছরের প্রথম ওয়ানডে সিরিজ জিততে চায় ভারত। অন্যদিকে ২৫ বছর যাবত ভারতের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চায় শ্রীলঙ্কা। গৌহাটিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
বাংলাদেশ সফরে গত মাসে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারে টিম ইন্ডিয়া। এবার সেই স্মৃতি ভুলে অক্টোবরে অনুষ্ঠেয় বিশ্বকাপ প্রস্তুতি শুরু করতে চায় ভারত।
আঙুলে ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে এবং এরপর টেস্ট মিস করলেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রেরাহিত শর্মা। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
ওয়ানডে সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত ২-১ ব্যবধানে সিরিজ জয় করে। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনে সিরিজের দলে ছিলেন না পেসার জসপ্রিত বুমরাহ।
ওয়ানডে দলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে বুমরাহকে সতেজ রাখতে চায় চায় বিসিসিআই।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে ভারতের অধিনায়ক রোহিত বলেন, “এ বছরই ওয়ানডে বিশ্বকাপ। খুব বেশি সময়ও নেই। বিশ্বকাপের প্রস্তুতি এই সিরিজ দিয়েই শুরু করতে হবে। এ জন্য ওয়ানডে সিরিজ নিয়ে সতীর্থরা অনেক বেশি সিরিয়াস। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা ক্রিকেটাররা আত্মবিশ্বাসী। ওয়ানডেতে ভালো করতে প্রস্তুত তারা।”
১৯৯৭ সালে সর্বশেষ ভারতের বিপক্ষে দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। ঘরের মাঠে চার ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল লঙ্কানরা। দীর্ঘদিন ধরে ভারতের বিপক্ষে সিরিজ জিততে না পারার ব্যর্থতাকে এবার মুছে ফেলতে চান শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা।
তিনি বলেন, “নিজ মাটিতে যেকোন ফরম্যাটে ভয়ঙ্কর দল ভারত। তাদের বিপক্ষে জয় পেতে মাঠে সেরাটা খেলতে হবে আমাদের। বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অতীত পরিসংখ্যান তাই বলছে। তাদের বিপক্ষে আমরা দীর্ঘ দিন যাবত কোন সিরিজ জিততে পারিনি। এবার আমরা সিরিজ জিততে চাই।”
এখন পর্যন্ত ওয়ানডেতে ১৬২ ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। যার মধ্যে ভারতের জয় ৯৩টিতে, শ্রীলঙ্কার জয় ৫৭টিতে। ১টি টাই ও ১১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্রা চাহাল, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও আর্শদিপ সিং।
শ্রীলঙ্কা দল
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, আসেন বান্দারা, হাসারাঙ্গা ডি সিলভা, ধনাঞ্জয়া ডি সিলভা, আভিস্কা ফার্নান্দো, নুয়ানিদু ফার্নান্দো, চামিকা করুনারত্নে, লাহিরু কুমারা, দিলশান মাধুশঙ্কা, পাথুম নিশাঙ্কা, প্রামোদ মাধুশঙ্কা, কাসুন রাজিথা, সাদিরা সামাবিক্রমা, মহেশ থিকশানা, জেফরি ভান্দারসে ও দুনিথ ওয়েলালাগে।
স্পোর্টসমেইল২৪/আরএস