বাংলাদেশ ছাড়াও ১৪ দেশে প্রচারিত হবে বিপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ এএম, ০৬ জানুয়ারি ২০২৩
বাংলাদেশ ছাড়াও ১৪ দেশে প্রচারিত হবে বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট নবম আসরের শিরোপার জন্য লড়বে সাতটি দল। টুর্নামেন্ট নিয়ে কিছু বিতর্ক থাকলেও এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে আয়োজকরা।

টিভি চ্যানেলের পাশাপাশি প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে বিপিএল সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশসহ মোট ১৫টি দেশে দেখা যাবে এবারের আসরটি। বাংলাদেশে নাগরিক টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম দারাজ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। দেখাবে ভারতের ডিসকভারি টিভি চ্যানেল। একই সাথে ওটিটি প্ল্যাটফর্ম ফ্যান কোড প্লাসে খেলা দেখা যাবে।

শ্রীলঙ্কার ইউরো স্পোর্টস এবং ওটিটি প্ল্যাটফর্ম দারাজ লাইভে সরাসরি সম্প্রচার করবে বিপিএল। নেপাল এবং মালদ্বীপে ইউরো স্পোর্টস এবং ওটিটি প্ল্যাটফর্ম twentyseventhsports.com।

এছাড়া পাকিস্তানে জিও টিভি এবং পিটিভি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার ইএসপিএন, ইউএই, কাতার এবং ওমানে সিনেব্লিটজ আইএম এইচডি, ওয়েস্ট ইন্ডিজে স্পোর্টস ম্যাক্স টিভি, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, আফ্রিকার ক্রিকেট ভক্তরা ওটিটি প্ল্যাটফর্ম এবং আইসিসি টিভিতে বিপিএল দেখতে পারবে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

গতবার দল না পাওয়া নাসির এবার ঢাকার অধিনায়ক

গতবার দল না পাওয়া নাসির এবার ঢাকার অধিনায়ক

জিতেই ট্রফি স্পর্শ করবেন সোহান

জিতেই ট্রফি স্পর্শ করবেন সোহান

তামিম দলে থাকলেও খুলনার নেতৃত্বে ইয়াসির আলী

তামিম দলে থাকলেও খুলনার নেতৃত্বে ইয়াসির আলী

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম