গতবার দল না পাওয়া নাসির এবার ঢাকার অধিনায়ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৬ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩
গতবার দল না পাওয়া নাসির এবার ঢাকার অধিনায়ক

ফিটনেস না থাকায় এবং ফর্মহীনতার কারণে বিপিএলের গত আসরে দলই পাননি নাসির হোসেন। এবারও নাসির যে ফর্মে আছে এমনটা নয়। সর্বশেষ ১৩ ইনিংসে মাত্র দুটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। শেষ বেলায় নাসিরকে দলে নেয় ঢাকা ডমিনেটর্স। সেই নাসিরকেই এবার অধিনায়ক করেছে দলটি।

নাসির ছাড়াও এই দলে স্থানীয় ক্রিকেটার অভিজ্ঞ অলোক কাপালী, তাসকিন আহমেদ, আরাফাত সানী, সৌম্য সরকার-মুক্তার আলীরা রয়েছেন। তবে নাসিরকে অধিনায়ক করায় অনেকেই অবাক হয়েছেন।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অন্য দলের অধিনায়কের সঙ্গে ছিলেন নাসিরও। মাঠে সবার আগে উপস্থিত হয়েছিলেন তিনি।

ট্রফি উন্মোচন শেষে নাসির বলেন, ‌“সবার মতো আমরাও চাই চ্যাম্পিয়ন হতে। আমরা আশাবাদী, খুব ভালো কিছু করব। এর আগেও আমি অধিনায়কত্ব করেছি। "

তিনি বলেন, “প্রত্যেক টুর্নামেন্টেই সবার চ্যালেঞ্জ থাকে। এটা আমাদের জন্য একটা সুযোগ। এখানে ভালো করলে সামনের ক্যারিয়ারেও ভালো হবে। এটাই মনোযোগ থাকবে, সাথে দল যেন ভালো ফল করে। "

তাকে অধিনায়ক দেখে অনেকে অবাক হলেও খুশি হয়েছেন নাসির। গতবার দল না পাওয়া নিয়ে ৩০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার বলেন, ‌“আমার তো খুব সুন্দর লাগছে। দারুন অনুভুতি, এবার আমি অধিনায়ক। গতবার ইনজুরিতে ছিলাম সেজন্য খেলতে পারিনি!"

বিপিএলের নবম আসর শুরু হচ্ছে শুক্রবার। তবে ঢাকা মাঠে নামবে শনিবার। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

ঢাকার বিদেশী খেলোয়াড়দের মধ্যে রয়েছেন চামিকা করুণারত্নে, মোহাম্মদ ইমরান, দিলশান মুনাবীরা, শান মাসুদ, রবিন দাস-উসমান গনিরা। স্থানীয়দের তুলনায় বিদেশী শক্তি অনেকটাই দুর্বল। তবুও বিপিএলে শিরোপা উঁচিয়ে ধরার আশায় ঢাকা।
স্পোর্টসমেইল২৪/জেম

 

 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ডিআরএস ‘বিতর্ক’ নিয়েই মাঠে গড়াচ্ছে বিপিএল

ডিআরএস ‘বিতর্ক’ নিয়েই মাঠে গড়াচ্ছে বিপিএল

জিতেই ট্রফি স্পর্শ করবেন সোহান

জিতেই ট্রফি স্পর্শ করবেন সোহান

তামিম দলে থাকলেও খুলনার নেতৃত্বে ইয়াসির আলী

তামিম দলে থাকলেও খুলনার নেতৃত্বে ইয়াসির আলী

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম