বিশাল অংকের সম্প্রচার চুক্তি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২৪ সাল থেকে সাত বছরের জন্য সম্প্রচার শর্ত বিক্রি করেছে সিএ। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে এই সম্প্রচার চুক্তি করেছে চ্যানেল সেভেন ওয়েস্ট মিডিয়া ও ফক্সটেল গ্রুপ।
সিএ'র বর্তমান সম্প্রচার চুক্তি শেষ হবে আগামী বছর। ২০২৪ থেকে পরের সাত বছরের জন্য সেভেন ও ফক্সটেল চুক্তিতে থাকবে। ২০৩১ পর্যন্ত সাত বছরের এই নতুন চুক্তিতে ১৫১ কোটি ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার পাবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
যা টাকার মূল্যে প্রায় ১১ হাজার কোটি টাকা। এই চুক্তি অনুয়ায়ী এখনকার মতোই অস্ট্রেলিয়ার ছেলেদের সব টেস্ট ম্যাচ ও মেয়েদের সব আন্তর্জাতিক ম্যাচ দেখাবে চ্যানেল দুটি। এছাড়াও ফক্সটেলের স্ট্রিমিং সহযোগী কায়ো স্পোর্টস ও সেভেনের স্ট্রিমিং প্ল্যাটফর্ম সেভেনপ্লাসেও দেখা যাবে ম্যাচগুলি।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশও এর আওতায় থাকছে। তবে বিগ ব্যাশে ম্যাচের পরিমান কমে যাচ্ছে।
এক আসরে আগে যেখানে ছিল ৬১টি ম্যাচ এখন সেটা হবে ৪৩টি। টুর্নামেন্টকে আরও আকর্ষনীয় ও স্কুল-কলেজ ছুটির সময়ে এই আসর আয়োজনের পরিকল্পনা সিএ'র।
এদিকে ছেলেদের ওয়ানডে ও টি ২০ সম্প্রচার সত্ত্ব এখনকার মতোই থাকছেন ফক্সটেল ও কায়ো স্পোর্টসের।
এই চুক্তির সঙ্গে সিএ'র আরও একটি সমস্যার সমাধান হয়েছে। বিগ ব্যাশের মৌসুমে সম্প্রচার চুক্তি ভাঙা নিয়ে চ্যানেল সেভেনের সঙ্গে তাদের যে আইনী লড়াই চলছিল, তা তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছে সেভেন কর্তৃপক্ষ।
সব মিলে ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য এই চুক্তি একটা মাইলফলক হিসাবে মনে করা হচ্ছে।
স্পোর্টসমেইল২৪/জেএম