বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠ গড়াবে শুক্রবার (৬ জানুয়ারি)। তার আগে ঢাকার প্রথম পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকাশিত মূল্য অনুযায়ী সর্বনিম্ন ২শ’ টাকায় দেখা যাবে বিপিএলের ম্যাচ।
ঢাকা পর্বের উদ্বোধনী রাউন্ডের টিকিট বিক্রি শুরু হবে বুধবার (৪ জানুয়ারি) থেকে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শেল-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াডের এক নং গেটের পাশে বিসিবির নিজস্ব বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
বিসিবি থেকে জানানো হয়, ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন টিকিট সংগ্রহ করা যাবে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বুধগুলোতে বিসিবির টিকিট বিক্রি করা হবে।
বিপিএলে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য সবচেয়ে বেশি রাখা হয়েছে, ১৫শ’ টাকা। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ১ হাজার টাকা, ক্লাব হাউস ৫শ’ টাকা, স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৩শ’ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ২শ’ টাকায় পাওয়া যাবে।
এদিকে, বিপিএলে এবার শুরু থেকেই অতিরিক্ত ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস) ব্যবহার করা হবে। মূলত ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)-এর পরিবর্তে এটি ব্যবহার করা হবে।
Tickets for opening round of matches of Dhaka phase go on sale from Wednesday, 04 January 2023 pic.twitter.com/k8HdS11dWR
— Sportsmail24.com (@sportsmail24) January 3, 2023
গত আসরে শেষ চার ম্যাচে ডিআরএস ব্যবহার করা হয়েছিল। এবারও আসরের কোয়ালিফাইয়ার, এলিমিনেটর এবং ফাইনালের মতো নকআউট ম্যাচগুলোতে ডিআরএস ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
স্পোর্টসমেইল২৪/আরএস