সিডনি টেস্ট নেই ব্রুইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৩ পিএম, ০১ জানুয়ারি ২০২৩
সিডনি টেস্ট নেই ব্রুইন

ফাইল ফটো

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটার থিউনিস ডি ব্রুইন। প্রথমবারের মতো সন্তানের বাবা হচ্ছেন তিনি। পিতৃত্বকালীন ছুটিতে থাকার কারণে শেষ টেস্টে ব্রুইনকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের একাদশে সুযোগ পেয়েছিলেন ব্রুইন। তিন নম্বরে ব্যাট হাতে নেমে দুই ইনিংসে যথাক্রমে- ১২ ও ২৮ রান করেন তিনি। ওই টেস্টটি ইনিংস এবং ১৮২ রানের বিশাল ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা। ব্রিজবেনে প্রথম টেস্ট ৬ উইকেটে হারের স্বাদ নেয় প্রোটিয়ারা।

ব্রুইন না থাকায় নিশ্চিতভাবে সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন আসছে। ফলে শেষ টেস্টের একাদশে আবারও ডাক পেতে পারেন ডুসেন। এছাড়াও রিজার্ভ উইকেটরক্ষক হেনরিখ ক্লাসেনেরও খেলার সম্ভাবনা রয়েছে।

প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজেদের পুরোপুরিভাবে মেলে ধরতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। কিছুটা ব্যতিক্রম ছিলেন কাইল ভেরেনি। দুই টেস্টেই হাফ-সেঞ্চুরি করেন তিনি। এবারের সফরে দক্ষিণ আফ্রিকার পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪৯ রান করেছেন তিনি।

ভেরেনির পর তিন অংকে পা রাখা অন্য ব্যাটার তেম্বা বাভুমা। দুই টেস্টে ১৩৩ রান করেন তিনি। প্রথম দুই টেস্ট হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। হোয়াইটওয়াশ এড়ানোর মিশন নিয়ে সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে প্রোটিয়ারা।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

১৭ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

১৭ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

ডাবল সেঞ্চুরিতে শততম টেস্ট রাঙালেন ওয়ার্নার

ডাবল সেঞ্চুরিতে শততম টেস্ট রাঙালেন ওয়ার্নার

পাঁচ দিনের টেস্ট দুই দিনেই শেষ!

পাঁচ দিনের টেস্ট দুই দিনেই শেষ!

ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন বেন ফোকস

ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন বেন ফোকস