দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচটি নিষ্প্রাণ ড্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২
দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচটি নিষ্প্রাণ ড্র

ব্যাটিংয়ে করেছিলেন হাফ সেঞ্চুরি এরপর বোলিংয়ে মঈন খান নিলেন পাঁচ উইকেট। দক্ষিণাঞ্চলের এই অলরাউন্ডার দেখালেন দারুন অলরাউন্ড পারফরম্যান্সে।

তবে পূর্বাঞ্চলের জহুরুল ইসলাম ১৪৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬২ রান করে হয়েছেন ম্যাচসেরা। জয়ের জন্য দক্ষিণাঞ্চলের প্রয়োজন হয় ২৭৬ রানের। কিন্তুবিনা উইকেটে ৭৭ রান তুলতেই চারদিনের ম্যাচটি ড্রহয়ে যায়।

কক্সবাজারে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচটি হয়েছে ড্র।

পূর্বাঞ্চলের তিন মিডল অর্ডার ব্যাটার দ্বিতীয় ইনিংসে তুলে নেন হাফ সেঞ্চুরি। জহুরুল ৬২ , মোহাম্মদ আশরাফুল ৫০ এবং রুয়েল মিয়া ৬০ রান করেন। তাদের ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ২৬০ রান করে পূর্বাঞ্চল। মঈন খান পাঁচটি এবং সুমন খান ও নাজমুল ইসলাম দুটি করে উইকেট নেন।

দক্ষিণাঞ্চলের লক্ষ্য দাড়ায় ২৭৬ রান। ব্যাটিংয়ে নেমে এনামুল হক বিজয় ও পিনাক ঘোষ আক্রমণাত্বক ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে ৭৭ রান তোলার পর ম্যাচটি ড্রহয়ে যায়। এনামুল হক ৪৯ বলে ৫১* এবং পিনাক ৩১ বলে ২৬* রান করেন।

এরআগে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে ৩৩৫ এবং পূর্বাঞ্চল ৩৫০ রান করে। টানা দুই জয়ে ১৮ পয়েণ্ট নিয়ে শীর্ষে রয়েছে মধ্যাঞ্চল। একটি করে জয় ও ড্রয়ে দক্ষিণাঞ্চল ১০ পয়েণ্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

এছাড়া পূর্বাঞ্চলের পয়েন্ট দুই এবং উত্তরাঞ্চল এখনও কোনো পয়েন্ট পায়নি।

স্পোর্টসমেইল২৪/জেএম


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সেঞ্চুরির অপেক্ষায় জহিরুল, রান পেলেন সাইফ

সেঞ্চুরির অপেক্ষায় জহিরুল, রান পেলেন সাইফ

পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

মধ্যাঞ্চলের বড় জয়, নাঈমের ছয় উইকেট

মধ্যাঞ্চলের বড় জয়, নাঈমের ছয় উইকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিরাটকে ছাড়িয়ে গেলেন লিটন দাস

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিরাটকে ছাড়িয়ে গেলেন লিটন দাস