পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২
পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

ভারতের বিপক্ষে দুর্দান্ত একটি সিরিজ শেষ করার পরও বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে অনেক নেতিবাচক কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত আলোচনায় থাকা কথাগুলোই সত্যি হল। রাসেল ডমিঙ্গো আর বাংলাদেশের কোচ থাকতে রাজি নন।

মঙ্গলবার রাতে তিনি বিসিবির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেন।

ভারতের বিপক্ষে সিরিজের পরই বড়দিনের ছুটিতে দেশে ফিরেছেন ডমিঙ্গো। দীর্ঘদিন ধরেই তার থাকা নিয়ে নানা গুঞ্জন ছিল। ভারতের বিপক্ষে সিরিজের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান ও জালাল ইউনুস ডমিঙ্গোর না থাকার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

ডমিঙ্গোর পদত্যাগ নিয়ে জালাল ইউনুস বলেন, ‌রাসেল ডমিঙ্গো তার পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল সে ইমেইলে আমাদের জানিয়েছেন।'

টি ২০ ফরম্যাট থেকে আগেই ডমিঙ্গোকে সরিয়ে দিয়েছে বিসিবি। তার জায়গায় এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপে শ্রীধরণ শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসাবে নিয়োগ দেয়া হয়। তিনিই প্রধান কোচের দায়িত্বও পালন করেন।

২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ পদে দায়িত্ব নিয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। ২০২১ সালে সে চুক্তি বাড়ানো হয়। তাকে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার কোচ হিসাবে থাকার কথা।

কিন্তু বিসিবিও অনেকদিন ধরেই ডমিঙ্গোকে নিয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু তার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডমিঙ্গো।

ভালো ফলের পরও ডমিঙ্গোকে না রাখার ব্যাপারে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। এই কথাগুলো ডমিঙ্গোর কানেও পৌছে যায়। এছাড়া কোচ হিসাবে কেমন পারফরম্যান্স হচ্ছে সেটা দেখার জন্য বিসিবি একজন ম্যানেজারও নিয়োগ দিয়েছে।

গুঞ্জন আছে আবারও সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহেকে ফেরানো পরিকল্পনা চলছে বিসিবিতে।

স্পোর্টসমেইল২৪/জেএম

 



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা আসছে ইংল্যান্ড

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা আসছে ইংল্যান্ড

বাড়িতে শিশিরকে নিয়ে সাকিবের পিকনিক

বাড়িতে শিশিরকে নিয়ে সাকিবের পিকনিক

ডাবল সেঞ্চুরিতে শততম টেস্ট রাঙালেন ওয়ার্নার

ডাবল সেঞ্চুরিতে শততম টেস্ট রাঙালেন ওয়ার্নার

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি