ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয়দিনের ঘটনা। মিরাজের ঘুর্ণিঝড়ে পড়েছি ভারত। সেই ঝড়ে আউট হয়ে যান অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিও। বাংলাদেশ দলের কেউ তাকে হয়তো কটুকথাও বলেন।
মেজাজ ঠিক না রাখতে পেরে ড্রেসিংরুমে যাওয়ার পথেই আবার দাঁড়িয়ে পড়েন কোহলি। সাকিবকে ডেকে বলেন, আমাকে কে বাজে কথা বললো? সাকিবের উত্তর ছিল, কই কেউ কিছুবলেনি তো? কোহলি নিশ্চিত মিরাজের উপর রাগতে রাগতে ড্রেসিংরুমের পথ ধরেন।
অথচ রোববারে চিত্রটা ভিন্ন। সেই কোহলির কাছ থেকেই জার্সিউপহার নিলেন মিরাজ। গালভরা হাসিতে কোহলি মিরাজকে জার্সি দেন। মিরাজ আবার সামাজিক যোগযোগ মাধ্যমে জার্সির সেই ছবি পোস্ট করে লেখেন, ‘সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলির কাছ থেকে পাওয়া বিশেষ এক স্মারক।’
জার্সি অদল-বদলের সময় দু’জনের কথোপথনেও ছিল মজার কিছু বিষয়।
বিরাট মিরাজকে বলেন, ‘তুই আমাকে আউট করে আবার আমার কাছ থেকে জার্সিও নিয়ে যাচ্ছিস?’ মিরাজেরও কথাটা খুবই ভালো লেগেছে।
তবে মিরাজ এই জার্সিচেয়ে রেখেছিলেন আগেই। ওয়ানডে সিরিজের সময়। ৫০ ওভারের সিরিজে ভারত মূলত মিরাজের কাছেই হেরে গেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডেতে দুর্দান্তদুটি ইনিংস খেলেন তিনি।
তাতেই অবিশ্বাস্য দুটি জয় পেয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জেতে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে জয়ের পথে রেখেছিলেন মিরাজই। দ্বিতীয় ইনিংসে তিনি পেয়েছেন পাঁচ উইকেট।
স্পোর্টসমেইল২৪/জেএম