আইপিএল নিয়ে এখনই ভাবছেন না লিটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১১ এএম, ২৫ ডিসেম্বর ২০২২
আইপিএল নিয়ে এখনই ভাবছেন না লিটন

২০২২ সালটা দারুন পারফরম্যান্স করেছেন লিটন দাস। তিন ফরম্যাটেই দুর্দান্ত খেলেছেন সারা বছর। টি ২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষেও অসাধারণ এক ইনিংস খেলেন। ধারাবাহিক পারফরম্যান্সে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লিটনের সুযোগ পাওয়া প্রত্যাশিত মনে করা হচ্ছিল।

তবে প্রথম ডাকে কোনো দল লিটনকে দলে নেয়নি। দ্বিতীয় ডাকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ভিত্তিমূল্য ৫০ লাখে নিয়ে নেয়। আইপিএলের খেলা এখন প্রতিটি ক্রিকেটারে স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

অর্থের ঝনঝনানিতে এই টুর্নামেন্ট এখন সবার কাঙ্খিত। কিন্তু আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে মিডিয়াকে জানান, কোনো অনূভূতিই যেন নেই।

অথচ আইপিএলে দল পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটন লিখেছিলেন, ‘রোমাঞ্চিত।’

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয়দিন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন লিটন। আগেরদিন আইপিএলে দল পাওয়ার পর ভারতের বিপক্ষে শনিবার দারুন এক ইনিংস খেলেছেন লিটন। এরপরও খুব বেশি প্রতিক্রিয়া দেখালেন না।

আইপিএলে সুযোগ পাওয়ার পর নিজের অনুভূতি নিয়ে লিটন বলেন, ‌ ‌‘‌এরকম কোনো অনুভূতি হচ্ছে না। এখনও দেরি আছে অনেক দূর (আইপিএলের)। আগে যাই, তার পর ফিল হবে।'

এদিকে লিটনের পর এবার নিলামে দ্বিতীয় ডাকে কেকেআরে ডাক পান সাকিব আল হাসানও। তাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে নেয় কলকাতাই।

আইপিএলে এই প্রথম এক দলে খেলবে বাংলাদেশের দুই ক্রিকেটার। লিটন ও সাকিব ছাড়াও এবার আইপিএলে খেলবেন মোস্তাফিজুর রহমান। তিনি খেলবেন দিল্লি ক্যাপিটালস।

 

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে দল পেলেন লিটন দাস

আইপিএলে দল পেলেন লিটন দাস

‘‌বড়দিনে' বড় আশায় বাংলাদেশ

‘‌বড়দিনে' বড় আশায় বাংলাদেশ

জাকিরকে জার্সি খুলতে বলেছিলেন কোহলি

জাকিরকে জার্সি খুলতে বলেছিলেন কোহলি

৮০ ক্রিকেটার কিনতে ব্যয় ১৬৭ কোটি রুপি

৮০ ক্রিকেটার কিনতে ব্যয় ১৬৭ কোটি রুপি