পাকিস্তান ক্রিকেট দলের অন্তরবর্তিকালীন প্রধান নির্বাচক হয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার সহযোগি হিসাবে রয়েছেন আফ্রিদির খেলোয়াড়ী জীবনের সতীর্থ আবদুল রাজ্জাক, রাও ইফতেখার আঞ্জুম।
এই কমিটির আহবায়ক হারুন রশিদ। নাজাম শেটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই নানা পরিবর্তন শুরু হয়েছে পিসিবিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে দায়িত্ব শুরু হবে আফ্রিদির নতুন কমিটির।
এই স্পিন অলরাউন্ডারকে নিয়োগ দেওয়ার পর পিসিবির নতুন সভাপতি বলেন, ‘জাতীয় দলের অন্তবর্র্তীকালীন নির্বাচক কমিটিকে স্বাগত জানাই। আমার বিশ্বাস এই কমিটি অল্প সময়ের মধ্যেই সাহসী সিদ্ধান্ত নিবে।যা নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে শক্ত ও প্রতিযোগিতামূলক দল গড়তে সাহায্য করবে।’
নাজাম শেটি বলেন, ‘আফ্রিদি আক্রমণাত্বক ক্রিকেটার ছিলেন। ভয় ছাড়াই ক্রিকেট খেলেছেন। তার ২০ বছরের ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। সব ফরম্যাটেই সে সফল। তরুনদের নিয়মিত সাহায্য করে গেছে।'
তিনি বলেন, ‘আধুনিক ক্রিকেটে তার মতো যোগ্য হয়তো আর কেউ নেই। আমি তার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে সেরা ক্রিকেটারদের নির্বাচন করবে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করবে।’
এদিকে গত টি ২০ বিশ্বকাপেও পাকিস্তান দল নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করেছিলেন আফ্রিদি। তবে সেই পাকিস্তান দলটাই অস্ট্রেলিয়ার মাটিতে ফাইনাল খেলেছে।
নতুন দায়িত্ব নেওয়ার পর আফ্রিদিও নিজের খুশির কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘বড় এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত।আমার দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।'
নির্বাচক প্যানেলের সদ্স্যদের নিয়ে একটি সভা ডাকবেন আফ্রিদি। এরপরই খেলোয়াড় নির্বাচন নিয়ে কাজ শুরু করবেন।
স্পোর্টসমেইল২৪/জেএম