ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ছোট নিলামের শেষ পর্বে ভাগ্য ফিরল সাকিবের। পুরানো ঘর কলকাতার জার্সিতে আবারও দেখা যাবে টাইগার অলরাউন্ডারকে।
কোচিতে আইপিএলের মিনি অকশনের অলরাউন্ডার ক্যাটাগরিতে নাম ওঠে সাকিবের। গতবারের আইপিএলে টাইগার অলরাউন্ডারের বেস প্রাইজ দুই কোটি ধরা হলেও এবারের নিলামে ভিত্তিমূল্য রাখা হয় ১.৫ কোটি ভারতীয় রূপি। এরপরেও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে থাকা খেলোয়াড়কে নিয়ে প্রথম দফায় আগ্রহ দেখায়নি ১০ দলের কেউই।
তবে প্রথম দফায় অবিক্রীত থাকলেও, শেষ দফায় ভাগ্য খুলে সাকিবের। নিলামের শেষ পর্বে আবারও শাহরুখের দলেই জায়গা পেলেন বাংলার পোস্টার বয়।
এদিকে আইপিএল এর পঞ্চম আসর থেকেই নিয়মিত মুখ ছিলেন টাইগার অলরাউন্ডার। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। এরপর ২০১৮ ও ২০১৯ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে যুক্ত হন।
এরপর ২০২০ সালে পুনরায় ঘরের ছেলেকে ঘরে ফেরায় শাহরুখ খানের কেকেআর। তবে সেবার তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। একাদশে মেলেনি নিয়মিত সুযোগ। আট ম্যাচে তিনি ব্যাট হাতে করেছিলেন মোটে ৪৭ রান, বল হাতে নিয়েছিলেন কেবল ৪ উইকেট।
একবছর পর আবারও নাইট শিবিরে ফেরার সুযোগ হলো তার। অতীতের খরা কাটিয়ে নতুন করে আইপিএল মাতাতে মার্চ পর্যন্ত অপেক্ষা করবে টাইগার অলরাউন্ডার।
এদিকে আইপিএল-এ বাংলার পোস্টার বয়ের রয়েছে দারুণ স্কোরবোর্ড। আইপিএল-এর আসরে খেলতে নেমেছেন মোট ৭১ বার। ১২৪.৪৯ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে ৭৯৩ রান। এছাড়া ৭.৪৪ ইকোনমিতে বল করে উইকেট পেয়েছেন ৬৩টি।
স্পোর্টসমেইল২৪/এমটিআর