রেকর্ড মূল্যে পাঞ্জাব কিংসে স্যাম কারান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২
রেকর্ড মূল্যে পাঞ্জাব কিংসে স্যাম কারান

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দাম পেয়েছে ইংলিশ বোলিং অলরাউন্ডার স্যাম কারান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার কে দলে পেতে ঝাঁপিয়ে পড়ে ছয়টি দল। তবে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দাম ১৮.৫ কোটি দিয়ে তাকে কিনলো পাঞ্জাব কিংস।


আইপিএল এর ১৬তম আসরের আগে এখন থেকেই দল গুছিয়ে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি গুলো। কোচিতে বসা আইপিএল-২০২৩ এর মিনি নিলামে অংশগ্রহণ করেছে মোট ১০ দল। এ বারের নিলাম এক দিনের। তাইতো সেরা ক্রিকেটারদের শুরুতেই দলে ভেড়াতে লড়াই করছে ফ্র্যাঞ্চাইজি গুলো।


আর তাতেই বড় বাজিমাত করেন স্যাম কারান। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হন তিনি। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে টুর্নামেন্ট সেরা হওয়ার নজির গড়েন কারান। দুর্দান্ত ডেথ বোলার ও প্রয়োজনে ব্যাট হাতে গড়তে পারেন বিধ্বংসী ইনিংস। আর তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে স্যামের জন্য টাকা ঢালতে কার্পণ্য করেনি প্রীতি জিনতার দল।


ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মোট ৩২টি আইপিএলের ম্যাচ খেলে করেছেন ৩৩৭ রান। আর বল হাতে পেয়েছেন ৩২টি উইকেট।


এর আগে আইপিএল এ সর্বোচ্চ দাম ছিল দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিচের। ২০২১ সালের নিলামে ১৬ কোটি ২৫ লাখ রুপি দিয়ে প্রোটিয়া অলরাউন্ডার কে কিনেছিল রাজস্থান রয়্যালস।

 

স্পোর্টসমেইল২৪/এমটিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শুরু হতে চলেছে আইপিএল নিলাম

শুরু হতে চলেছে আইপিএল নিলাম

আইপিএল নিলামের জন্য কোন দলের ঝুলিতে কত টাকা আছে!

আইপিএল নিলামের জন্য কোন দলের ঝুলিতে কত টাকা আছে!

আর্জেন্টিনার টাকায় মেসির ছবি! আসল ঘটনা কী?

আর্জেন্টিনার টাকায় মেসির ছবি! আসল ঘটনা কী?

ব্রাজিলে আসার আমন্ত্রণ পেয়েছেন লিওনেল মেসি

ব্রাজিলে আসার আমন্ত্রণ পেয়েছেন লিওনেল মেসি