বিশ্বকাপ জয়। স্বপ্ন পূরন। পুরো আর্জেন্টিনা লিওনেল মেসিতে বুদ হয়ে আছে। একই সঙ্গে শুরু হয়েছে ভালোবাসার অত্যাচারও। নিজের বাড়িতে ঢুকতেই হিমশিম খেয়ে যাচ্ছে।
বাড়ি যাওয়ার সময় গাড়ি নিয়েই ঢুকতে পারছিলেন না মেসিরা। গাড়ী চালকের আসনে ছিলেন মেসির স্ত্রী। শেষ পর্যন্ত পুলিশের সাহায্য নিতে হয়।
বিশ্বকাপ জিতে দেশে ফিরে প্রথমে বুয়েনস আয়ার্সে গিয়েছিনে মেসিরা। সেখানে হুডখোলা বাসে বিশ্বকাপ নিয়ে উদযাপন করেছে। সেখান থেকেই রোজারিওতে নিজের বাড়িতে ফেরেন মেসি।
সেখন আগেই চলে গিয়েছিলেন স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো, তিন ছেলে ও মেসির মা। তবে মেসি বাড়িতে আসার কথা শুনে তার বাড়ির সামনে ভক্ত আগে থেকেই অপেক্ষা করতে থাকে। মেসি যাওয়ার সময়ই মেসি মেসি ধ্বনিতে তা বাড়ি কম্পিত হয়।
অনেক ভিড় ঠেলে মেসিকে বাড়ির মধ্যে যেতে হয়। তাদের সঙ্গে সব সময় পুলিশ ছিল। বাড়ির মধ্যে গিয়ে বারান্দায় এসে সমর্থকদের হাত নেড়ে সবাইকে সমর্থনের প্রতিদান দেন।
কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে মেসির আর্জেন্টিনা। এটি তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা।
স্পোর্টসমেইল২৪/জেএম