আইপিএল নিলামের জন্য কোন দলের ঝুলিতে কত টাকা আছে!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৯ এএম, ২৩ ডিসেম্বর ২০২২
আইপিএল নিলামের জন্য কোন দলের ঝুলিতে কত টাকা আছে!

শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সব চেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল এর ছোট পরিসরের নিলাম। দেশি বিদেশি সব তারকা খেলোয়াড়দের দলে রাখতে কোচিতে বেচাকেনার লড়াই করবেন দলগুলো। তবে যে দলের কাছে সব থেকে বেশি টাকা অবশিষ্ঠ আছে তারাই বাজিমাত করতে পারেন এবারের নিলামে।

এক নজরে দেখে নেওয়া যাক, কোন দলের ঝুলিতে কত টাকা আছে

সানরাইজার্স হায়দরাবাদ: কোচির মিনি অকশনে সব থেকে বেশি টাকা নিয়ে বসে আছে সানরাইজার্স হায়দরাবাদ। ৪২ কোটি ২৫ লক্ষ টাকা নিয়ে তারা কিনতে পারবে ১৩ জন ক্রিকেটার (৯ ভারতীয়, ৪ বিদেশি)। উইলিয়ামসনকে ছেড়ে দেওয়ার পর থেকে দায়িত্ববান অধিনায়কের তালাস করছে তারা। আর পুরানকে ছেড়ে দেওয়ায় একজন উইকেট কিপারও লাগবে দলটির।

পঞ্জাব কিংস: এরপরের অবস্থানে আছেন প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। তাদের ঝুলিতে আছে ৩২ কোটি ৯০ লক্ষ টাকা। আর দলে নিতে পারবে ৯ জন খেলোয়াড় (৬ ভারতীয়, ৩ বিদেশি)। আশা করা যায় দলটি তাদের নতুন অধিনায়ক এবং কোচকে নিয়ে নিলামে থাকবে। আগরওয়ালকে ছেড়ে দেওয়ায় একজন ভালো ব্যাটারকে দলে রাখতে চাইবেন তারা।

লখনউ সুপার জায়ান্টস: নিলামে লখনউ সুপার জায়ান্টস আছে তৃতীয় সর্বচ্চো টাকা নিয়ে। ১০ জন ক্রিকেটারকে (৬ ভারতীয়, ৪ বিদেশি) কিনতে পারবেন তারা। এজন্য তাদের কাছে আছে ২৩ কোটি ৩৫ লক্ষ টাকা।

মুম্বই ইন্ডিয়ানস: আইপিএলের সর্বোচ্চ শিরোপাধারী মুম্বাই ইন্ডিয়ানস এই লিস্টের চতুর্থ স্থানে। রোহিত শর্মার দলের পকেটে অবশিষ্ঠ আছে ২০ কোটি ৫৫ লক্ষ টাকা। যা দিয়ে ৯ জন ক্রিকেটারকে (৬ ভারতীয়, ৩ বিদেশি) কিনতে পারবেন তারা। গত আসরে তাদের অবস্থান ছিল খুবই খারাপ। তাই অতীত গৌরব ফিরে পেতে তাদের যে প্রচুর খাটতে হবে। এছাড়া কাইরন পোলার্ডের অবসরের পর একজন বিদেশি অলরাউন্ডার খুঁজে বের করাই অগ্রাধিকার হতে চলেছে।

চেন্নাই সুপার কিংস: আম্বানির দলের থেকে ১০ লক্ষ টাকা কম নিয়ে পঞ্চমস্থানে আছে, ধোনির চেন্নাই সুপার কিংস। তারা ২০ কোটি ৪৫ লাখ টাকা দিয়ে সর্বোচ্চ ৭ জন ক্রিকেটারকে (৫ ভারতীয়, ২ বিদেশি) কিনতে পারবেন। চারবারের চ্যাম্পিয়ানদের সঙ্গে এবার থাকবেনা ডোয়েন ব্র্যাভো। এই অলরাইন্ডারের বিকল্প খুঁজবে ধোনির দল।

দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্তের দলে অবশিষ্ঠ ১৯ কোটি ৪৫ লাখ টাকা। আর তা দিয়ে তারা কিনতে পারবে সর্বোচ্চ ৫ জন ক্রিকেটার (৩ ভারতীয়, ২ বিদেশি)।

গুজরাত টাইটানস: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে আছে ১৯ কোটি ২৫ লাখ টাকা। দলে অবশিষ্ট জায়গা আছে ৭ জনের (৪ ভারতীয়, ৩ বিদেশি)। কোচ আশিস নেহরা ইতিমধ্যেই জানিয়েছেন, একজন ভাল পেসারের সন্ধান করছেন তারা।

রাজস্থান রয়্যালস: তাদের ব্যাগে আছে ১৩ কোটি ২০ লাখ টাকা। দলে ফাকা জায়গা আছে ৯টি (৫ ভারতীয়, ৪ বিদেশি)। রাজস্থান গত বারের রানার্স আপ। এবারে বিদেশি অলরাউন্ডারই তাদের অগ্রাধিকার হতে চলেছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি, ম্যাক্সওয়েলদের মতো তারকা ক্রিকেটারে ভরা দলটিতে। তবুও তাদের কাছে অধরা আইপিএল ট্রফি। এবারের আসরের আগে নিলামে তারা বসবে ৮.৭৫ কোটি টাকা নিয়ে। যেখানে অবশিষ্ট স্লট – ৭ (৫ ভারতীয়, ২ বিদেশি)।

কলকাতা নাইট রাইডার্স: বলিউড কিং শাহরুখ খানের দলের অবশিষ্ট পার্স ভ্যালু – ৭ কোটি ০৫ লাখ টাকা। তবে তাদের দলে জায়গা আছে ১১ জন ক্রিকেটারের (৮ ভারতীয়, ৩ বিদেশি)। অপর্যাপ্ত টাকা নিয়ে কিভাবে তারা দল গোছাবে তা দেখতে তাকিয়ে থাকবে কেকেআর সমার্থকেরা।

 

নিলামের আগে একনজরে দেখে নেওয়া যাক কেমন আছে আইপিএলের দলগুলো

১. মুম্বই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা (ক্যাপ্টেন), টিম ডেভিড, রমনদীপ সিং, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান, ট্রিস্টন স্টব্স, ব্রেবিস, আর্চার, যশপ্রীত বুমরা, অর্জুন তেন্ডুলকার, অরসাদ খান, কুমার কার্তিকেয়, ঋত্বিক শোকিন, জেসন বেহরনডর্ফ, আকাশ মধবাল।

২. সানরাইজার্স হায়দরাবাদ: আব্দুল সমদ, এডেন মার্করম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপ্স, অভিষেক শর্মা, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি, কার্তি ত্যাগী, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক।

৩. চেন্নাই সুপারকিংস: এমএস ধোনি (ক্যাপ্টেন), ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কওয়াড়, অম্বাতি রাইডু, শুভ্রাংশু সেনাপতি, মইন আলি, শিবম দুবে, রাজবর্ধন হেঙ্গরগেকর, প্রিটোরিয়াস, মিচেল সেন্টনার, রবীন্দ্র জাডেজা, তুষার দেশপাণ্ডে, মুকেশ চৌধুরি, মথিসা পথিরানা, সিমরজিত্‍ সিং, দীবক সোলাঙ্কি, মহিষ তিক্ষ্ণা

৪. পঞ্জাব সুপারকিংস: শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), শাহরুখ খান, বেয়ারস্ট্রো, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষে, জিতেশ শর্মা, রাজ বাবা, ঋষি ধবন, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তায়দে, অর্শদীপ সিং, বলতেজ সিং, নাথন এলিস, রাবাডা, রাহুল চাহার, হরপ্রীত।

৫. কলকাতা নাইট রাইডার্স: শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, সহমুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকুল রাই, রিঙ্কু সিং।

৬. লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল, আয়ুশ বাদোনি, করণ শর্মা, মনন বোহরা, কুইন্টিন ডি কক, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক চড্ডা, কাইল মেয়র্স, ক্রুণাল পাণ্ডিয়া, আবেশ খান, মহসিন খান, মার্ক বুড, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই।

৭. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, প্রভুদেশাই, রাজন পাতিদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, ফিন এলন, গ্লেন ম্যাক্সওয়েল, বানিন্দু ইসারঙ্গা, শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, ডেভিড বিলি, কর্ণ শর্মা, মহিমাল লোমরোর, মহম্মদ সিরাজ, ইজেলউড, সিদ্ধার্থ কওল, আকাশ দীপ।

৮. রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন, যশস্বী আয়সওয়াল, হেটমায়ার, দেবদত্ত পডিক্কল, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, নবদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কে সি কারিয়াপ্পা।

৯. দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপল প্যাটেল, সরফরাজ খান, যশ দুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, এনরিক নর্কিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিড়ি, মুস্তাফিজুর রহমান, আমন খান, কুলদীপ যাদব, প্রবীণ দুবে, বিকি অস্তওয়াল।

১০. গুজরাত টাইটান্স: হার্দিক পান্ডিয়া, শুভমন গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, সাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথু বেড, রশিদ খান, রাহুল তেবতিয়া, বিজয় শঙ্কর, মহম্মদ শামি, আলজারি জোসেফ, যশ দয়াল, দর্শন নালকণ্ডে, জয়ন্ত যাদব, আর সাই কিশোর, নুর আহমেদ।

 

স্পোর্টসমেইল২৪/এমটিআর

 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শুরু হতে চলেছে আইপিএল নিলাম

শুরু হতে চলেছে আইপিএল নিলাম

আর্জেন্টিনার টাকায় মেসির ছবি! আসল ঘটনা কী?

আর্জেন্টিনার টাকায় মেসির ছবি! আসল ঘটনা কী?

বার্সেলোনা নয়, পিএসজিতে খেলবেন মেসি!

বার্সেলোনা নয়, পিএসজিতে খেলবেন মেসি!

এমবাপ্পেকে কিনতে সাড়ে ১১ হাজার কোটি টাকা দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

এমবাপ্পেকে কিনতে সাড়ে ১১ হাজার কোটি টাকা দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ