‘যাদের ধৈর্য বেশি তারাই ফল পাবে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫২ এএম, ২৩ ডিসেম্বর ২০২২
‘যাদের ধৈর্য বেশি তারাই ফল পাবে’

বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস। খেলছে টেস্ট অথচ ব্যাটিং করছে টি ২০ ফরম্যাটের মতো। ‌দ্রুত কিছু রান করলেও ২৬ বলে ২৫ করেই আউট হয়ে যান তিনি।

শুধু লিটন না উইকেটে সেট হয়ে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজও।

সেট হওয়ার পর আউট হওয়ার কারণ নিয়ে ভারতে অভিজ্ঞ পেসার উমেশ যাদব জানালেন, বাংলাদেশ টেস্ট ম্যাচেও দ্রুত রান তোলার চেষ্টা করে। কিন্তু এই ফরম্যাটে বেশি শটস খেলে ভালো কিছু করা যায় না।

যাদব বলেন, ‘বাংলাদেশের ব্যাটাররা ভালো শুরু পেয়েছিল। এমন উইকেটে অবশ্য ধৈর্য ধরতে হবে। বাংলাদেশ বেশি শটস খেলে ফেলেছে। বেশি শট খেলে তাা হয়তো ইতিবাচক হওয়ার চেষ্টা করেছে।’

তিনি বলেন, ‘এটা তাদের খেলার ধরণ হয়তো। তারা ইতিবাচক হওয়ার চেষ্টা করে গেছে। তবে আমরা শুধু ঠিক জায়গায় বল করে গেছি।’

এদিকে মিরপুর স্টেডিয়ামে উইকেট অধিকাংশ সময় স্পিন সহায়ক হয়। কিন্তু ভারত অবাক করে দিয়ে তিন পেসার নিয়ে মাঠে নামে। মিরপুরের উইকেট নিয়ে যাদব বলেন, ‘পেসার ও স্পিনারদের জন্য সুযোগ সুবিধা ফিফটি ফিফটি। পেসারদের জন্যও নয়, স্পিনারদের জন্যও নয়।’

তিনি বলেন, ‘কিছু বলে কিছু হচ্ছে আবার কিছু বলে কিছু হচ্ছে না। এখান ধৈর্য ধরতে হবে।’

বাংলাদেশকে মাত্র ২২৭ রানে অলআউট করা ম্যাচে উমেশ যাদব ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিন চারটি করে উইকেট নেন। বাকি দুটি উইকেট নেন জয়দেব উনাদকাট। ভালো উইকেট থাকার পরও বাংলাদেশের ব্যাটাররা বেশি রান করতে পারলেন না।

তাহলে কি বংলাদেশের উইকেট নেওয়া সহজ? উমেশ যাদব বলেন, ‘টেস্ট ধৈর্যের খেলা। এখানে উইকেটে নেমেই সেঞ্চুরি করা সম্ভব না। যাদের ধৈর্যবেশি, তারাই ফল পাবে।’

 

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের গুটিয়ে দিয়ে ২০৮ রানে পিছিয়ে ভারত

টাইগারদের গুটিয়ে দিয়ে ২০৮ রানে পিছিয়ে ভারত

ব্যাটারদের ভুল, কিছু করার নেই ব্যাটিং কোচের

ব্যাটারদের ভুল, কিছু করার নেই ব্যাটিং কোচের

মিরপুর টেস্টে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ

মিরপুর টেস্টে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ

মিরপুরে সাকিব যখন ‘মেসি’

মিরপুরে সাকিব যখন ‘মেসি’