শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। কোচিতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি লিগের মিনি অকশন। আজ বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর তিনটা থেকে শুরু হবে এবারের ছোট নিলাম।
আইপিএল এর ১৬ তম আসরের আগে দল গোছানোর আরও একটি সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি গুলো। চলতি বছর আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলো বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। এছাড়া ইনজুরি থেকে ফিরেছে কিছু টি-টোয়েন্টি স্পেশালিষ্ট। ফলে মিনি অকশন হলেও, ফ্র্যাঞ্চাইজি গুলোর কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নিলামটি।
অকশনে বিদেশি হট প্রপার্টি হতে টি-টোয়েন্টি শিরোপাধারী ইংল্যান্ডের কিছু দুর্দান্ত ক্রিকেটার অপেক্ষা করছে। প্রথমেই আছেন বেন স্টোকস। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের সাথে দলকে জিতিয়ে ছিলেন তিনি। ২০১৮ সালের আইপিএল নিলামে সর্বোচ্চ দামি খেলোয়াড় তিনি। আইপিএল রাইজিং পুনে সুপারজায়ান্টস, রাজস্থান রয়্যালসের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে স্টোকসের। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার কে দলে পেতে ঝাঁপাতে পারি সব দলই।
এরপর আছেন আরেক ইংলিশ তরুণ অলরাউন্ডার স্যাম কারান। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে টুর্নামেন্ট সেরা হওয়ার নজির গড়েন তিনি। দুর্দান্ত ডেথ বোলার ও প্রয়োজনে ব্যাট হাতে গড়তে পারেন বিধ্বংসী ইনিংস। দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে স্যামের জন্য টাকা ঢালতে কার্পণ্য করবেনা দলগুলো।
বিদেশিদের মধ্যে আছেন উইকেট কিপার ব্যাটার নিকোলাস পুরান। সম্প্রতি টি টেন লিগে বিধ্বংসী সব ইনিংস খেলেছেন ক্যারিবিয় এই ব্যাটার। ২৩৪ স্ট্রাইক রেটে ১০ ম্যাচে করেছেন ৩৪৫ রান।
এছাড়া বরাবরের মতো এবারো আকাশচুম্বী দাম তুলতে পারে ভারতীয় ক্রিকেটাররা। তাদের মধ্যে অন্যতম তামিলনাড়ুর নারায়ণ জগদীশন। বিজয় হাজারে ট্রফিতে পাঁচ ম্যাচে পাঁচটি শতরান করেছেন কিপার-ব্যাটার জগদীশন। আর বুঝিয়েছেন দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। এরমধ্যে অরুণাচলের বিপক্ষেই করেছেন ২৭৭ রান।
এরপরে আছেন বিজয় হাজার ট্রফির সর্বোচ্চ ইউকেট ধারি পেসার উনাদকাট। টুর্নামেন্টে মাত্র ৩.৩৩ ইকোনমি রেটে ১০ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন বাঁ-হাতি পেসার। দারুণ ফর্মের কারণে দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে ডাকও পান তিনি।
এক নজরে দেখে নেওয়া যাক, কোন তারকারা থাকছেন আইপিএল ২০২৩ মিনি অকশনে
২ কোটি বেস প্রাইস - বেন স্টোকস, স্যাম কারান, নিকোলাস পুরান, ক্যামেরন গ্রিন, জেসন হোল্ডার, টম ব্যান্টন, ক্রিস জর্ডন, টাইমাল মাইলস, জেমি ওভারটন, ক্রেইগ ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, ট্র্যাভিস হেড, ক্রিস লিন, কেন উইলিয়ামসন, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, রিলি রোসোউ, রাসি ভ্যান ডার ডুসেন।
১.৫ কোটি বেস প্রাইস: শন অ্যাবট, রিলি মেরেডিথ, ঝিয়ে রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, সাকিব আল হাসান, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ডেভিড মালান, জেসন রয়, শেরফেন রাদারফোর্ড, ন্যাথান কুটার-নাইল।
১ কোটি বেস প্রাইস: মায়াঙ্ক আগরওয়াল, মণীশ পান্ডে, মহম্মদ নবি, মুজিব উর রহমান, ময়েসেস হেনরিকস, অ্যান্ড্রু টাই, জো রুট, লুক উড, মাইকেল ব্রেসওয়েল, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন, ট্যাব্রাইজ শামসি , কুশল পেরেরা, রোস্টন চেজ, রাখিম কর্নওয়াল, শাই হোপ, ডেভিড উইজ।
এ-সহ এবারের ছোট নিলামে ৪০৫ জন ক্রিকেটার নিয়ে বেচাকেনার লড়াই হবে। এর মধ্যে আছেন ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন বিদেশি। বাংলাদেশ থেকেও চারজন টাইগার ক্রিকেটার। সাকিব আল হাসান ছাড়াও ৪০৫ জনের এ তালিকায় আছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।
যদিও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিবই একসময় নিয়মিত আইপিএল খেলেছেন। ২০১৬ সালে তার সঙ্গে যুক্ত হন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।এছাড়া মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুলরা খেলেছেন এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। তামিম ইকবাল এক আসরে দল পেলেও কোনো ম্যাচে মাঠে নামতে পারেননি।
স্পোর্টসমেইল২৪/এমটিআর