টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মমিনুল-তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪১ এএম, ২২ ডিসেম্বর ২০২২
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মমিনুল-তাসকিন

চট্টগ্রাম টেস্টে টস হেরে প্রথমে ফিল্ডিং করলেও ঢাকা টেস্টে টস জিতেছে বাংলাদেশ। কুয়াশায় ঢাকা সকালে টস জিতে মিরপুরের মাঠে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকা টেস্টে একাদশে ফিরেছেন সাবেক অধিনায়ক মমিনুল হক এবং পেসার তাসকিন আহমেদ।

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১৮৮ রানে হেরে যাওয়া বাংলাদেশের লক্ষ্য ঢাকায় টেস্ট জয়। সে লক্ষ্যে দুটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। একাদশে ফেরানো হয়েছে মমিনুল হক ও তাসকিন আহমেদকে।

তাদের জায়গা ছেড়ে দিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন ইয়াসির আলি চৌধুরি এবং ইবাদত হোসেন চৌধুরি। ইবাদত অবশ্য ইনজুরির কারণে বাদ পড়েছেন। ঢাকা টেস্টে তিন দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ।

ভারতের একাদশেও পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন পর ভারতের হয়ে টেস্ট খেলতে নেমেছেন জয়দেব উনাদকাট। কুলদিপ যাদবের পরিবর্তে তাকে একাদশে নেওয়া হয়েছে।

বাংলাদেশ একাদশ
নাজমুল হাসান শান্ত, জাকির হাসান, মমিনুল হক, লিটন কুমার দাস, মুশফিকু রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ এবং তাসকিন আহমেদ।

ভারত একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, আকসার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

কিউরেটর গামিনির রুমে কেন দ্রাবিড়?

কিউরেটর গামিনির রুমে কেন দ্রাবিড়?

মিরপুর টেস্টে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ

মিরপুর টেস্টে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ

ভারতকে হারিয়ে বড়দিন পালন করতে চান ডোনাল্ড

ভারতকে হারিয়ে বড়দিন পালন করতে চান ডোনাল্ড

জাকির দেখিয়ে দিয়েছে কিভাবে ভালো খেলতে হয়: ডোমিঙ্গো

জাকির দেখিয়ে দিয়েছে কিভাবে ভালো খেলতে হয়: ডোমিঙ্গো