জাফনা কিংসে খেলবেন আফিফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২
জাফনা কিংসে খেলবেন আফিফ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নেয়নি ফ্র্যাঞ্জাইজিগুলো। ৩০ বাংলাদেশী ক্রিকেটার নাম লিখিয়েছিল পিএসএলের নিলামে। কেউই দল না পাওয়ায় টি ২০ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি অনাগ্রহের বিষয়টি তাতে অনেকটাই স্পষ্ট। তবে এবার চলমান লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলবেন আফিফ হোসেন ধ্রুব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলগুলোর চাহিদার শীর্ষে থাকেন আফিফ। এরআগে দেশের বাইরে তিনি ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন। সিপিএলে তার দল ছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটস।

অফিফ বাংলাদেশের প্রতিভাবান ব্যাটার। প্রয়োজনে অফ-স্পিন বোলিংও করেন। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার দেশের জার্সিতে ৬০ টি ২০ ও ২২ ওয়ানডে ম্যাচ খেলেছেন। দুই ফরম্যাটেই তার দখলে রয়েছে সমান তিনটি করে ফিফটি হাঁকানো ইনিংস।

সব মিলে তিনি ১৪২টি টি ২০ ম্যাচ খেলেছেন ২২.৭৬ গড়ে রান ২৫২৭। ১২৪.০৫ স্ট্রাইক রেটে তার হাফ সেঞ্চুরি নয়টি। উইকেট নিয়েছেন ৩১টি।

আফিফ অবশ্য প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাননি। জাফনা কিংসের বদলি খেলোয়াড় হিসাবে খেলবেন তিনি। টুর্নামেন্টের মাঝপথে জাফনার টিম কোহলার ক্যাডমোর ছিটকে পড়ায় সরাসরি চুক্তিতে আফিফকে দলে ভিড়িয়েছে দলটি। শনিবার কলম্বোতে ম্যাচ রয়েছে জাফনার। এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে আফিফের।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব শীর্ষেই মিরাজ তিনে

সাকিব শীর্ষেই মিরাজ তিনে

১০ উইকেট নিয়ে সময় দু’দিন, প্রয়োজন ৪৭১ রান

১০ উইকেট নিয়ে সময় দু’দিন, প্রয়োজন ৪৭১ রান

শ্রীলঙ্কার অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখবে এলপিএল

শ্রীলঙ্কার অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখবে এলপিএল

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজহার আলী

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজহার আলী