ফ্লিনটফের দুর্ঘটনা 'প্রাণঘাতী' নয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২
ফ্লিনটফের দুর্ঘটনা 'প্রাণঘাতী' নয়

বিবিসি শো 'টপ গিয়ার' এর শুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয় সাবেক অলরাউন্ডারকে। তবে দুর্ঘটনা গুরুতর নয় জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। বর্তমানে উন্নত চিকিৎসা গ্রহন করছেন ৪৫ বছর বয়সী ফেডি।

মঙ্গলবার সারির ডানসফোল্ড অ্যারোড্রমে, বিবিসির শো 'টপ গিয়ার' এর একটি এপিসোড শুটিং করছিলেন সাবেক ইংলিশ অলরাউন্ডার। শুটিং চলাকালে হঠাৎ দুর্ঘটনার শিকার হন ফেডি। পরে ব্রিটিস গণমাধ্যম বিবিসির এক বিবৃতিতে বলা হয়, ‘ফ্রেডি আজ সকালে টপ গিয়ার টেস্ট ট্র্যাকে একটি দুর্ঘটনায় আহত হয়েছেন। ক্রু চিকিত্সকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাকে আরও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং আমরা যথাসময়ে আরও বিস্তারিত নিশ্চিত করব'।

এদিকে ফ্লিনটফের সাথে এমন ঘটনা নতুন নয়। এর আগেও তিনি ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়েছেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নটিংহামশায়ারের ম্যানসফিল্ডে একটি মার্কেট স্টলে বিধ্বস্ত হন ফেডি। একই বছর সেপ্টেম্বর মাসে ইয়র্কশায়ারের এলভিংটন এয়ারফিল্ডে বিবিসির এক অনুষ্ঠানের শুটিংয়ে আবারো দুর্ঘটনার কবলে পড়েন ইংলিশ এই অলরাউন্ডার। টপ গিয়ারের ওই এপিসোডে, একটি তিন চাকার গাড়িকে ১২৪ মাইল প্রতি ঘন্টায় চালানোর সময় বিধ্বস্ত হন তিনি।

১৯৯৮ সালে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক করেন অ্যান্ড্রু ফ্লিনটফ। জাতীয় দলের জার্সিতে ৭৯টি টেস্ট এবং ১৪১টি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফেডি। ক্যারিয়ারের সেরা ম্যাচ গুলোর অন্যতম ২০০৫ সালের অ্যাশেজ সিরিজ। সেবার ১৮ বছরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে জয়ের মুখ দেখে ইংলিশরা। আর জয়ের অন্যতম কারিগর হয়ে ম্যান অব দ্য সিরিজের ট্রফি তুলে নেন ফ্লিনটফ। ২০০৯ সালে শেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন এই অলরাউন্ডার। পরে অন্যদুই ফর্মেট থেকেও অবসরে যান ২০১০ সালে।

ক্রিকেট ছাড়াও অন্য খেলার প্রতি আগ্রহ দেখা যায় সাবেক এই ইংলিশ তারকার। অবসরের পর তাকে পেশাদার বক্সিংয়ে লড়াই করতে দেখা যায়। ২০১২ সালের নভেম্বর মাসে ম্যানচেস্টারে একটি পেশাদার বক্সিং লড়াই করে জয়ের দেখা পান সাবেক ইংলিশ অলরাউন্ডার। আমেরিকান রিচার্ড ডসনকে পয়েন্টের সিদ্ধান্তে পরাজিত করেন ফেডি। এরপর ২০১৯ সাল থেকে বিবিসি শো টপ গিয়ার-এ নাম লেখান তিনি। এরপর থেকে টপ গিয়ার এর উপস্থাপকের ভূমিকায় দেখা যায় অ্যান্ড্রু ফ্লিনটফকে।

 

স্পোর্টসমেইল২৪/এমটিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

চট্টগ্রাম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সাদা পোশাকে কি মিলবে শুভ্রতা

সাদা পোশাকে কি মিলবে শুভ্রতা

পাঁচ উইকেটকিপারের দলে বিশ্বস্ত সোহান

পাঁচ উইকেটকিপারের দলে বিশ্বস্ত সোহান

চট্টগ্রামে অনুশীলনে নেমেই হাসপাতালে সাকিব!

চট্টগ্রামে অনুশীলনে নেমেই হাসপাতালে সাকিব!