প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে। তবে প্রথম ম্যাচের ন্যায় আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন টাইগারদে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রথম ওয়ানডের দল থেকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশের ছাড়াও সিরিজ রক্ষায় একাদশে দুটি পরিবর্তন এনেছে ভারত। শহবাজ আহমেদের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার আকসার প্যাটেল। আর চোটের জন্য খেলছেন না সেই ম্যাচে অভিষেক হওয়া কুলদিপ সেন। তার জায়গায় দলে এসেছেন গতিময় পেসার উমরান মালিক।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ এবং নাজমুল হোসেন শান্ত।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার এবং উমরান মালিক।