ডিসেম্বরের শুরুতেই তিন ম্যাচের ওয়ানেডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। সফর উপলক্ষে ভারত আগেই তাদের দল ঘোষণা করেছে। এবার ওয়ানডে সিরিজের জন্য দল দিলো বাংলাদেশ।
তামিম ইকবালের নেতৃত্বাধীন ১৬ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২৪ নভেম্বরে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ দল ঘোষণা করেন।
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। ওই সিরিজ থেকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দল থেখে বাদ পড়েছেন তিনজন। তারা হলেন- মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম এবং শরিফুল ইসলাম।
এই তিনজনের বাদ পড়ার বিপরীতের ভারতের বিপক্ষে দলে ঢুকেছেন দেশসেরা অলরাইন্ডার সাকিব আল হাসান, ইয়াসির আলী রাব্বি এবং ইবাদত হোসেন।
১ ডিসেম্বর বাংলাদেশে পা রাখবে ভারতীয় ক্রিকেট দল। ২ এবং ৩ ডিসেম্বর দুই দিনের অনুশীলন শেষে ৪ ডিসেম্বর সিরিজ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
প্রথম ম্যাচের ন্যায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে ৭ ডিসেম্বর। এরপর সিরিজের শেষ ম্যাচটি ১০ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদদ হোসেন চোধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান।
স্পোর্টসমেইল২৪/আরএস