বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ২৩ নভেম্বর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৩ নভেম্বর ২০২২
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ২৩ নভেম্বর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হবে ২০২৩ সালের ৫ জানুয়ারি। এক মাসেরও দীর্ঘ সময়ে অনুষ্ঠিতব্য জনপ্রিয় এ টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের কাজ শুরু করেছে। এবার টুর্নামেন্টে অংশ নেওয়া সাতটি দলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার তারিখও চূড়ান্ত করা হয়েছে।

৫ জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএল-এর নবম আসর শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। তার আগে চলতি নভেম্বর মাসের ২৩ তারিখে (বুধবার) অনুষ্ঠিত হবে বিপিএলের নবম আসরের প্লেয়ার্স ড্রাফট। লিগের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপিএলের নবম আসর চলাকালে আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়াবে। একই সময়ে একাধিক লিগ মাঠে গড়ানোর ফলে বিপিএলে বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে অনেকটা সংকট রয়েছে। তবে এর মধ্যেই নির্বাচকরা ক্রিকেটারদের ক্যাটাগরি চূড়ান্ত করেছেন।

এছাড়া ইতিমধ্যেই সরাসরি সাইনিংয়ে বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলে ভিড়িয়েছে। যে তালিকায় রয়েছেন- পাকিস্তানের শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলদের মতো তারকা ক্রিকেটার।

বিপিএল টানা তিন আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

সাতটি ফ্র্যাঞ্চাইজি হলো
ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ড ট্রি লিমিটেড (খুলনা), প্রগতি গ্রীন অটো রাইস মিল লিমিটেড, (ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট), টগি স্পোর্টস লিমিটেড, বসুন্ধরা গ্রুপ (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম), কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

সিলেট স্ট্রাইকার্সের আইকন মাশরাফি, জানা গেল চার বিদেশির নাম

সিলেট স্ট্রাইকার্সের আইকন মাশরাফি, জানা গেল চার বিদেশির নাম

তিন ভেন্যুতে বিপিএল, দেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ, বিদেশিদের ৮৩ লাখ

তিন ভেন্যুতে বিপিএল, দেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ, বিদেশিদের ৮৩ লাখ

বিপিএলের সাত দলের নাম চূড়ান্ত, কারা পাচ্ছেন মালিকানা

বিপিএলের সাত দলের নাম চূড়ান্ত, কারা পাচ্ছেন মালিকানা

বিপিএলের তিন আসরের তারিখ চূড়ান্ত

বিপিএলের তিন আসরের তারিখ চূড়ান্ত