গুনাথিলাকা গেফতার, বিশ্বকাপে ‘অসদাচরণের’ তদন্ত করবে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৯ নভেম্বর ২০২২
গুনাথিলাকা গেফতার, বিশ্বকাপে ‘অসদাচরণের’ তদন্ত করবে শ্রীলঙ্কা

যৌন নিপীড়নের অভিযোগে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন গ্রেফতার হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার দানুস্কা গুনাথিলাকা। খেলোয়াড় ও কর্মকতাদের এমন ঘটনার জন্য তদন্তের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায় দল নিয়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে।

গুনাথিলাকার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ছাড়া অন্য কোনো ঘটনা জানায়নি। শ্রীলঙ্কান গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালীন ১৬টি পার্টিতে অংশ নিয়েছিল দলের সদস্যরা।

এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, ‘প্যানেল অসাদাচরণের বিষয়ে দলের ম্যানেজারের (মাহিন্দা হালাঙ্গোদা) কাছে দ্রুত ব্যাখ্যা চাইবে।অন্যায় বা অসাদাচরণের প্রমাণ পাওয়া গেলে খেলোয়াড় বা কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিবে বোর্ড।’

ইতিমধ্যে ওই ঘটনায় ৩১ বছর বয়সী গুনাথিলাকাকে সবধরনের ক্রিকেট থাকে বহিষ্কার করেছে এসএলসি। গুনাথিলাকার জামিনও নাকচ করেছে সিডনির একটি আদালত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছিলেন গুনাথিলাকা। তবে অস্ট্রেলিয়ায় দলের সাথেই ছিলেন তিনি।

গত শনিবার (৬ নভেম্বর) ইংল্যান্ডের কাছে হারের মধ্যে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হয় এশিয়ার সেরা শ্রীলঙ্কার। সুপার টুয়েলভ টেবিলে গ্রুপ-১এ চতুর্থ স্থানে থেকে আসর শেষ করে লঙ্কানরা।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপ জয়ে শ্রীলঙ্কা পেল দেড় কোটি টাকা

এশিয়া কাপ জয়ে শ্রীলঙ্কা পেল দেড় কোটি টাকা

ছেলেরা এখন দারুণ আত্মবিশ্বাসী : দাসুন শানাকা

ছেলেরা এখন দারুণ আত্মবিশ্বাসী : দাসুন শানাকা

ঘুরে দাঁড়িয়ে দেখাতে চেয়েছিলাম, এতটা খারাপ নই: রাজাপাকশে

ঘুরে দাঁড়িয়ে দেখাতে চেয়েছিলাম, এতটা খারাপ নই: রাজাপাকশে

পরিবার নিয়ে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে চান ওয়ার্নার

পরিবার নিয়ে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে চান ওয়ার্নার