পাকিস্তানের বিপক্ষে হারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার তাদের দেশে ফেরার পালা। সবকিছু ঠিক থাকলে সোমবার (৭ নভেম্বর) দিনগত রাত পৌনে ১০টায় ঢাকা পৌঁছাবে দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের সামনে হঠাৎ করেই সেমি-ফাইনালে খেলার সুযোগ তৈরি হয়। তবে বাংলাদেশ ব্যর্থ হওয়ায় সুযোগটি কাজে লাগায় পাকিস্তান। টাইগারদের হারিয়ে সেমি-ফাইনালে পা রাখেন বাবর আজমরা।
বিসিবি মিডিয়া থেকে জানানো হয়, অস্ট্রেলিয়া সময় রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশে অ্যাডিলেড ত্যাগ করবে বাংলাদেশ দল। সোমবার (০৭ নভেম্বর) দিনগত রাত ১০টা ৪০ মিনিটে দলটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে, নিঃসন্দেহে টাইগারদের জন্য এটি একটি স্মরণীয় বিশ্বকাপ অভিযান ছিল। কারণ, যেকোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এবারই প্রথমবারের মতো দুটি জয় পেয়েছে টাইগাররা।
সুপার টুয়েলভে প্রথমে নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। শেষ দিকে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করলেও পাকিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের কারণে হেরে যায় সাকিব বাহিনী। পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই সেমি-ফাইনালে পা রাখতো বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/আরএস