ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিং ইনজুরির পড়ায় অ্যাডিলেডের রোল্টন ওভালে বাংলাদেশ দলের অনুশীলনে ছিলেন না ওপেনার লিটন দাস। শুক্রবার (৪ নভেম্বর) লিটনকে ছাড়াই অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার টুয়েলভে রোববার (৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশের একজন কর্মকর্তা জানান, লিটন দাস ভালো আছেন এবং রোববার পাকিস্তানের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে। তবে সতর্কতা হিসেবে লিটনকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন। তার ইনিংসের সুবাদে ভারতের বিপক্ষে জয়ের পথ তৈরি করেছিল বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচের অষ্টম ওভারে রান নিয়ে গিয়ে ইনজুরিতে পড়েন লিটন।
বৃষ্টির পর খেলা শুরু হলে রান নিতে সমস্যায় পড়তে হয় দলকে। ওই ওভারের পরের বলেই রান আউট হন লিটন। লিটনের আউটের পর তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ।
উত্তেজনাকর ম্যাচে শেষ ওভারে অ্যাডিলেড ওভালে জয়ের স্বাদ পায় ভারত। ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে মাত্র ৫ রানে ম্যাচ হারের স্বাদ পায় বাংলাদেশ।
এদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঘটনাবহুল ম্যাচের পর লিটনকে নিজের একটি ব্যাট উপহার দেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।
স্পোর্টসমেইল২৪/আরএস