দিন আগেই শ্রীলঙ্কার মেয়েদের প্রধান কোচ হিসেবে বাংলাদেশে এসেছিলেন হাশান তিলকরত্নে। লঙ্কান এই কোচকে এবার দেখা যাবে বাংলাদেশ দলে। বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে বিসিবি।
শ্রীলঙ্কার মেয়েদের প্রধান কোচ হাশান তিলকরত্নে এবার নিজেদের কোচ হিসেবে পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লঙ্কান এ কোচকে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু না জানালেও নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি নিশ্চিত করেছেন।
লঙ্কান জাতীয় দলের সাবেক ক্রিকেটার তিলকরত্নে ২০২১ সালের জুলাইয়ে নিজ দেশের মেয়েদের প্রধান কোচের দায়িত্ব নেন। তার অধীনেই বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে ফাইনালে উঠেছিল। তবে ভারতের কাছে হেরে রানারআপ হতে হয়েছে লঙ্কান নারী দলকে।
কয়েকদিন আগে শ্রীলঙ্কার নারী দলের প্রধান কোচ হিসেবে বাংলাদেশে এশিয়া কাপ খেলতে আসা হাশান তিলকরত্নে এবার নিগার সুলতানা জ্যোতিদের প্রধান কোচ হচ্ছেন। বাংলাদেশ নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে প্রধান কোচের পদটি খালি ছিল।
৯০ দশকে শ্রীলঙ্কার অন্যতম ভরসা ছিলেন হাশান তিলকরত্নে। দেশটির হয়ে ৮৩ টেস্ট ও ২০০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বাঁহাতি এ ব্যাটার। যেখানে টেস্ট ফরম্যাটে সাড়ে ৪ হাজারের বেশি এবং ওয়ানডে ক্রিকেটে সাড়ে ৩ হাজারের বেশি রান রয়েছে তারা।
স্পোর্টসমেইল২৪/আরএস