চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে হোবার্ট পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে সোমবার (২৪ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল।
তাসমানিয়ার রাজধানী শহরে অনুষ্ঠেয় বাংলাদেশ-নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচটি অবধারিতভাবে বৃষ্টি হুমকির মুখে রয়েছে। তারপরও হারের বৃত্তে থাকা বাংলাদেশ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায়। এর আগে আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচের মধ্যে বৃষ্টির কারণে একটি খেলতে পারেনি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
বিশ্বকাপের আগে ব্রিজবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। হোবার্টেও বৃৃষ্টি টাইগারদের স্বাগত জানিয়েছে। সোমবার ম্যাচের দিনও ধারাবাহিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস।
নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে বাংলাদেশ জয়ের প্রত্যাশা করছে। এমন একটি ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্ন হওয়া শঙ্কা স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য একটি খারাপ খবর। প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ থেকে অপেক্ষাকৃত শক্তিশালী দল নামিবিয়ার পরিবর্তে নেদারল্যান্ডসকে প্রতিপক্ষ হিসেবে খুশি ক্রিকেটপ্রেমিরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্য বাংলাদেশের। ২০০৭ সালের টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল টাইগারার। এরপর থেকে জয়হীন তারা। প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে পাওয়ায় আশার আলো দেখছে সবাই।
চলতি বছর ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ছয়টিতে জিতেছে বাংলাদেশ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২৭টি ম্যাচ খেলে ২০টিতেই হেরেছে টাইগাররা। এছাড়া সর্বশেষ চার ম্যাচে হারের লজ্জা নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
সম্প্রতি পাকিস্তানকে নিয়ে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে সবগুলো ম্যাচে হেরছে বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচেও আফগানিস্তাানের কাছে ৬২ রানে হেরেছিল বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।
বিশ্বকাপে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ এবং এবাদত হোসেন।
স্পোর্টসমেইল২৪/আরএস