টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন শুরুতেই অস্ট্রেলিয়া বোলারদের উপর চড়াও হয়ে উঠেন।
নিউজিল্যান্ডের দুই ওপেনার শুরুতেই ঝড় তুলেন ক্রিজে। বিশেষ করে ফিন অ্যালেনের আক্রমণাত্নক ব্যাটিং এ তুলোধুনো হচ্ছে স্বাগতিক দলের পেসাররা।
ইনিংসের প্রথম ওভারেই মিচেল স্টার্ককে ১ টি ছয় ও ২ টি চার মেরে ঝড় তুলেন, পড়ের ওভারে জস হ্যাজলউডের উপর ও চরাও হন এলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ ওভার শেষে ৫৬-০।
অস্ট্রেলিয়া
ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিঞ্চ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়েনিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলেউড।
নিউজিল্যান্ড
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।