চলতি মাসের গত সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এশিয়া কাপের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি। দেড় মাস পর মাঠে ফিরে ব্যাট হাতে সেঞ্চুরি করলেন বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে দ্বিতীয় দিন সেঞ্চুরি করলেন রাজশাহী বিভাগের হয়ে খেলতে নামা মুশফিক। সেঞ্চুরি করে দ্বিতীয় দিন শেষে ১০৮ রানে অপরাজিত রয়েছেন মুশফিক।
২৪২ বলে মুশফিকের এই ইনিংসে ৬টি চারের মার ছিল। মুশফিকের সেঞ্চুরিতে দিন শেষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৩ রান করেছে রাজশাহী। এর আগে প্রথম ইনিংসে ১৩৪ রানে অলআউট হয় ঢাকা মেট্রো।
টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ব্যাট হাতে ভালো করতে না পারায় ক্রিকেটের এ ফলম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশের এ অভিজ্ঞ ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ায় অস্ট্রেলিয়ায় চলমান বিশ্বকাপেও তার খেলা হচ্ছে না।
স্পোর্টসমেইল২৪/আরএস