টেস্টের পর অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়কত্বও দেওয়া হয়েছে প্যাট কামিন্সের হাতে। অ্যারন ফিঞ্চের স্থলাভিষিক্ত হলেন কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
গত মাসে ওয়ানডে থেকে অবসর নেন ফিঞ্চের জায়গায় ওয়ানডে দলের দলের দায়িত্ব পেয়েছেন কামিন্স। এবার অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটের অধিনায়কত্ব করবেন কামিন্স।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে ওয়ানডে দায়িত্ব নিয়ে কামিন্স বলেন, ‘ফিঞ্চির অধীনে খেলা আমি উপভোগ করেছি এবং তার নেতৃত্ব থেকে অনেক কিছু শিখেছি। এ পথে পা রাখা অনেক তাৎপর্যপূর্ণ, অবশ্য আমরা খুবই সৌভাগ্যবান যে, আমাদের অনেক অভিজ্ঞতাসম্পন্ন একটি ওয়ানডে দল আছে।’
কামিন্সকে ওয়ানডে অধিনায়ক করার বিষয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘টেস্ট দলের অধিনায়ক হবার পর থেকে চমৎকার বেশ ভালো করছে প্যাট। ভারতে ২০২৩ বিশ্বকাপেও ওয়ানডে দলের নেতৃত্বে তাকে দেখতে চাই আমরা।’
গত বছরের ডিসেম্বরে হওয়া অ্যাশেজ দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয় কামিন্সের। তার নেতৃত্বে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ ৪-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ২৩তম ওয়ানডে অধিনায়ক হলেন কামিন্স। একজন পেস বোলার হিসেবে অস্ট্রেলিয়ার সাদা বলে প্রথম অধিনায়ক হলেন তিনি।
নভেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে পথচলা শুরু হবে কামিন্সের।
২০১১ সালে অভিষেকের পর দেশের হয়ে ৭৩টি ওয়ানডে খেলেছেন কামিন্স।
স্পোর্টসমেইল২৪/আরএস