মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ক্রিকেটে নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ আজ মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে। বলা হচ্ছে, গত এপ্রিলে একটি ঘরোয়া টুর্নামেন্টে পরিচালিত মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন আক্রমণাত্মক এ ব্যাটসম্যান।
পাকিস্তানি খেলোয়াড়দের বিপক্ষে মাদক গ্রহণের অভিযোগের ইতিহাস দীর্ঘ দিনের এবং সর্বশেষ এ ঘটনায় ২৬ বছর বয়সী এ ব্যাটসম্যানের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এ বিবৃতিতে জানানো হয়েছে, আজই শেহজাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে। তার শরীরে শক্তি বর্ধক নিষিদ্ধ পদার্থ পাওয়ার বিষয়টিও আজই নিশ্চিত করেছে বোর্ড।
২০১৭ সালের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পাকিস্তান টেস্ট দলে জায়গা হারানো শেহজাদ গত অক্টোবরের পর মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। পেস বোলার শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ উভয়েই ২০০৬ সালে মাদক গ্রহণ করে ধরা পড়েছিলেন। এরপর ২০১৫ সালে ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাঁ-হাতি স্পিনার রাজা হাসান। সম্প্রতি পাকিস্তানের অপর দুই স্পিনার ইয়াসির শাহ এবং আব্দুর রেহমানও সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন।