টি-টোয়েন্টি ক্রিকেটে যেন নিজেদের ঠিক খুঁজে পাচ্ছে না বাংলাদেশ দল। কোচ-ক্রিকেটার পরিবর্তনের পর নানা পরীক্ষা-নিরীক্ষা করেও ঠিক কম্বিনেশনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। নিউজিল্যান্ডে টানা চার হারের পর বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচেও যেন ঠিক একই বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে পাত্তাই পেল না সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ টি-টোয়েন্টি দল।
সোমবার (১৭ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটিতে ৬২ রানের বড় ব্যবধানের হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানের সংগ্রহ গড়ে। ব্যাট হাতে দলের পক্ষে কেউ ফিফটি না করলেও চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলেন দুই ব্যাটারা।
ওপেনিং জুটিতে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হাসান শান্ত ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেনি অন্যরা। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। দলীয় ১৯ রানে ব্যক্তিগত ১২ রানের সাজঘরে ফিরেন শান্ত। ৯ বল খেলে ২ চারে এ রান করেন তিনি।
শান্তকে হারানোর পর অপরপ্রান্ত থেকে ব্যাটারদের যাওয়া-আসার রাজস্বাক্ষী হন মেহেদী হাসান মিরাজ। দলীয় রান পঞ্চাস পর হওয়ার আগেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৪৭ রানের মিরাজ সাজঘরে ফেরার আগে সৌম্য সরকার (১), সাকিব আল হাসান (১), আফিফ হোসেন ধ্রুব (০) এবং নুরুল হাসান সোহান (১৩) আউট হন।
ইনিংসের ১১তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরার আগে ১৬ রান করেন তিনি। ৩১ বলের তার এ ইনিংসে একটি মাত্র চারের মার ছিল।শান্ত, মিরাজ, সোহান ছাড়া ব্যাট হাতে দুই অংকে ঘরে প্রবেশ করা বাকি একজন ব্যাটার হলে মোস্তাফিজুর রহমান। সাত নম্বরে ব্যাট হাতে নেমে ১৭ বল খেলে ১০ রান করেন তিনি। এছাড়া বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে।
এর আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ওপেনার হযরত জাজাই ১৫, মোহাম্মদ গুরবাজ ২৭, ইব্রাহিম জাদরান ৪৬ এবং মোহাম্মদ নবী অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে বল হাতে হাসান মাহমুদ এবং সাকিব আল হাসান দুটি করে উইকেট শিকার করেন।
স্পোর্টসমেইল২৪/আরএস