টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। তবে তার আগে বাংলাদেশ সফর করবে দেশটির ‘এ’ দল। সফরে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারতীয় ‘এ’ দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা স্পোর্টসমেই২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ বিষয়টি নিয়ে আমরা (বিসিবি) ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের সঙ্গে দুটি চারদিনের ম্যাচ নিয়ে আলোচনা করেছি।”
সফররত ভারতের বিপক্ষে ঢাকায় ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ জাতীয় দল। সূচি অনুযায়ী, সিরিজের প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ এবং ৭ ডিসেম্বর। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। এছাড়া সিরিজের বাকি ম্যাচটি ১০ ডিসেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামের শুরু হবে টেস্ট সিরিজ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৮ ডিসেম্বর। এরপর ঢাকায় ২২ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
এখন ভারতীয় জাতীয় দল বাংলাদেশ সফরের আগে দেশটির ‘এ’ দলের সফর নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে কোহলি-রোহিত শর্মাদের আগে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় জাতীয় দলের পাইপলাইনে থাকা ‘এ’ দলের সদস্যরা।
স্পোর্টসমেইল২৪/আরএস