আরও বড় কিছু করবেন গাঙ্গুলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৫ অক্টোবর ২০২২
আরও বড় কিছু করবেন গাঙ্গুলি

ফাইল ফটো

ভারতীয় ক্রিকেট বোর্ডের-বিসিসিআই সভাপতি আর থাকছেন না সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বিসিসিআইয়ের সভাপতি হওয়ার দৌঁড় থেকে ছিটকে যাওয়ার পর মুখ খুলছেন দেশটির সাবেক এ অধিনায়ক। বলেন, বিসিসিআইয়ের বড় পদে আর না থাকা হলেও জীবনে আরও ‘বড় কিছু’ করার লক্ষ্য।

ভারতের একটি বেসরকারি ব্যাংকের অনুষ্ঠানে গাঙ্গুলি বলেন, ‘আমি ভারতের হয়ে খেলার পর, বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি হয়েছি। এরপর বিসিসিআইর সভাপতি হয়েছি। ভবিষ্যতে আরও বড় কিছু করবো। তবে ক্রিকেট ক্যারিয়ারের ১৫ বছর আমার জীবনের সব থেকে ভালো সময়। কিন্তু সারা জীবন ধরে কেউ প্রশাসক থাকতে পারে না।’

ভবিষ্যতে কী করবেন, সেটি সরাসরি না বললেও আবার সবকিছু শূন্য থেকে করতে হবে বলে জানান গাঙ্গুলি। বলেন, ‘সবাই শেষটাই দেখে। কিন্তু বোঝার চেষ্টা করে না, আমাদের সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। প্রশাসক হিসাবে হয়তো এখানেই ইতি। এখন হয়তো আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও শূন্য থেকে শুরু করতে হবে।’

২০১৯ সাল থেকে বিসিসিআইর সভাপতির দায়িত্ব পালন করে আসছেন গাঙ্গুলি। গত তিন বছরে নিজের সাফল্যের কথা বলতে গিয়ে গাঙ্গুলি বলেন, ‘কোভিডের মতো দুঃসময়ে সফলভাবে আইপিএল আয়োজন করেছি আমরা। কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল রৌপ্য পেয়েছে। ভারতের পুরুষ দল বিদেশের মাটিতে দুর্দান্ত সব সাফল্য পেয়েছে। ভারতীয় ক্রিকেটে একটা অন্য রকম শক্তি দেখা যাচ্ছে।’

জীবনে সাফল্য পেতে হলে একটি করে পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন ‘মহারাজ’ গাঙ্গুলি। নিজের জীবনেও তাই করেছেন তিনি। বলেন, ‘ছোট-ছোট লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম। লম্বা যাত্রায় সফল হতে হলে, ছোট-ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হয়। শুরুতেই এক লাফে সাফল্যে পেতে চাইলে তা সম্ভব নয়। এক দিনে কেউ শচীন টেন্ডুলকার বা নরেন্দ্র মোদি হয়নি।’

গাঙ্গুলির জায়গায় বিসিসিআইর নতুন সভাপতি হচ্ছেন ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতের অলরাউন্ডার রজার বিনি। ১৮ অক্টোবর মুম্বাইতে বিসিসিআইয়র বার্ষিক সাধারণ সভায় বোর্ডের দায়িত্ব নিবেন ৬৭ বছর বয়সী বিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ হচ্ছে গাঙ্গুলি অধ্যায়, বিসিসিআই সভাপতি হচ্ছেন বিনি

শেষ হচ্ছে গাঙ্গুলি অধ্যায়, বিসিসিআই সভাপতি হচ্ছেন বিনি

ক্রিকেটাররা শুধু অর্থের জন্য খেলে না: সৌরভ গাঙ্গুলি

ক্রিকেটাররা শুধু অর্থের জন্য খেলে না: সৌরভ গাঙ্গুলি

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির ‌‘রহস্যময়’ বার্তা

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির ‌‘রহস্যময়’ বার্তা

বাংলাদেশে জনপ্রিয় ‘পাঁচ’ বিদেশি ক্রিকেটার

বাংলাদেশে জনপ্রিয় ‘পাঁচ’ বিদেশি ক্রিকেটার